দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ ভারতীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, শিক্ষার যেমন বিকল্প নেই ঠিক তেমনি খেলাধুলাও অপরিহার্য। করোনাভাইরাস আমাদের শারীরিকভাবে ক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছে। বেঁচে থাকার জন্য শারীরিক ব্যায়ামের বিকল্প নেই। আর খেলাধুলাই এই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানসিকতা দৃঢ়তা বৃদ্ধি করে থাকে। তাই আগামী শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে খেলাধুলা ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক করা হবে।
‘ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন অলিম্পিজম এন্ড অলিম্পিক অ্যাডুকেশন ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতীয় ক্রীড়ামন্ত্রী।
ন্যাশনাল স্পোর্টস অ্যাডুকেশন বোর্ডের অধীনে এ সংক্রান্ত নতুন সিলেবাস তৈরি করার জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই সরকার এ ব্যাপারে কাজ-কর্ম শুরু করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।