রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

ছাতকে ডাক্তারের ব্যক্তিগত উদ্যোগে ১শত নমুনা সংগ্রহ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৯৩ বার

ছাতক প্রতিনিধি ::

করোনার হটস্পট হয়ে দাড়িয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলা। প্রায় প্রতিদিনই শনাক্ত হচ্ছেন নতুন নতুন করোনা পজেটিভ রোগী। জেলার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা তিনজনই এ উপজেলার বাসিন্দা।

এদিকে প্রায় চার লক্ষাধিক জনসংখ্যার এ উপজেললায় নমুনা সংগ্রহের একটি মাত্র বুথ নিয়ে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে।

এ অবস্থা থেকে উত্তোরনের জন্য শনিবার সুনামগঞ্জ সিভিল সার্জনের অনুমতি নিয়ে কৈতক ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোজহারুল ইসলামের ব্যাক্তিগত পক্ষ থেকে সোয়াব টেস্ট টিউব ক্রয় করে উপসর্গ আছে এবং করোনা আক্রান্তের সংস্পর্শে গেছেন এমন ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়।

জানা যায়, গত কয়দিন ধরে উপজেলার জাউয়া বাজার এলাকায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা। এছাড়া এ ইউনিয়নে আক্রান্ত এক ব্যাক্তি মারা যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যার ফলে কৈতক হাসপাতালে নমুনা পরিক্ষার জন্য ভিড় জমাতে থাকেন রোগীরা।

সেজন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেন ডাঃ মোজহারুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪০টি সোয়াব টেস্টিং টিউব দেওয়া হয় যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। পরবর্তীতে ডাক্তার মোজহারুল ইসলাম সিভিল সার্জনের অনুমতি নিয়ে নিজের ব্যাক্তিগত খরচে আরও ১৫০ সোয়াব টেস্টিং টিউব কিনে দিনব্যাপী নমুনা সংগ্রহের তত্বাবধান করেন।

নমুনা সংগ্রহে ডাক্তার রায়হান আহমদ, প্রলয় দাস, ল্যাব টেকনিশিয়ান কামরুল হাসান, এমএলএম হাসান আহমদ, ও সার্বিক তত্বাবধানে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমদ পীর, সদস্য স্বপন দাস ছিলেন।

এব্যাপারে ডা. মোজহারুল ইসলাম জানান, ছাতকের মধ্যে জাউয়া বাজার করোনার রেড জোন হয়ে উঠছে। এ থেকে পরিত্রান পেতে হলে বেশি বেশি টেস্ট করে যত দ্রুত সম্ভব আক্রান্ত দের আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। এজন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ