রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জে পুলিশের সাথে স্বাস্থ্যকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ৭

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৯৭২ বার

ডেস্ক রিপোর্ট::  সুনামগঞ্জে আউট সোর্সিং স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন পুলিশের সাথে স্বাস্থ্যকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

রবিবার দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জে আউট সোর্সিং এ নিয়োগ পাওয়া ২৩৪ জন স্বাস্থ্য কর্মী তাদের ১২ মাসের বকেয়া বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন আসছিলেন ।

রবিবার দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে পুলিশ এসে লাঠিচার্জ করে আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা পুলিশ কে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন

এসময় পুলিশ ৬ জন মহিলা স্বাস্থ্য কর্মী ও একজন পুরুষ স্বাস্থ্য কর্মী কে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, হাসপাতালে কিছু স্বাস্থ্যকর্মী আন্দোলনের নামে পরিস্থিতি উত্তপ্ত করছিলো। পুলিশ এসে তাদের কে সরিয়ে দেয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

সূত্র: সিলেটপ্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ