ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস শনাক্তের তিন ঘন্টার মধ্যে মুক্তিযোদ্ধা পিয়ার মিয়ার মৃত্যু হয়েছে, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ছেলে,মেয়ে সহ অংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷ তিনি ছাতক পৌর শহরের বাগবাড়ী আবাসিক এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার রাত১০ টায় তার করোনা পজেটিভ শনাক্তে পর তাকে সিলেট সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টায় তার মৃত্যু হয়। ইউএনও গোলাম কবির মুক্তিযোদ্ধা পিয়ার মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ছাতকে এ পর্যন্ত ২ চিকিৎসক সহ ৫২ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৫ জন৷ ছাতকের পৌর এলাকা ও জাউয়া বাজার ইউনিয়নের আশংকাজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি ও ২ জনের মৃত্যুর ঘটনায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে