বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সমর্থন দিল ক্যারোলিনার পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৩১ বার

অনলাইন ডেস্কঃ   
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মার্কিন পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেড়ে বসে কেঁদেছেন মার্কিন পুলিশের সদস্যরা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা পুলিশের ৬০ জন সদস্য হাঁটু গেড়ে বসে বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে বার্তা দিয়েছেন, একজন অপরাধ করলেও অনুতপ্ত সবাই। হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় মার্কিন পুলিশের কয়েকজন সদস্য কান্নায় ভেঙে পড়েন।
ক্যারোলিনা পুলিশ এক টুইট বার্তায় জানায়, কারো ব্যথা অনুভবের প্রদর্শনী হিসেবে এবং মার্কিনিদের সমতা ও ন্যায় বিচার দাবির প্রতি সমর্থন জানাতে পুলিশ সদস্যরা এভাবে নতজানু হয়েছেন।
শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হতার প্রতিবাদে বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রজুড়েই। নিয়ন্ত্রণে ৪০টিরও বেশি শহরে কারফিউ জারি করা হয়েছে।
মঙ্গলবার বিধিনিষেধ ভেঙেই অষ্টম দিনের মতো রাস্তায় নামে বিক্ষোভকারীরা। বিক্ষোভ আকার আগের দিনের চেয়ে বড় হলেও ছিল শান্তিপূর্ণই।
সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে টেক্সাসের হিউস্টনে। এতে যোগ দেয় ফ্লয়েডের আত্মীয়-স্বজনরাও। শান্তিপূর্ণ প্রতিবাদও কঠোর দমন-পীড়নের পথে এগোচ্ছেন ট্রাম্প।
ইতিমধ্যে সশস্ত্র সেনা ও সামরিক গাড়ি-হেলিকপ্টার নামিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্যাংক বহর নামানোর মতো আগ্রাসী পদক্ষেপের কথাও ভাবছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ