মোঃ আবু সঈদ:: সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাজী মনোনীত হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নিকাহ রেজিষ্ঠার সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ। তিনি উপজেলার উজানী গাঁও নিবাসী মৃত মাহমদ আলী সাহেবের ছেলে। সাংগঠনিকভাবে তিনি নিকাহ রেজিষ্ট্রার সমিতি সিলেট বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলার কমিটির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার কমিশন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তরপূর্ব, দৈনিক সুনামগঞ্জের খবর, দৈনিক ডেসটিনি পত্রিকার নিয়মিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার বিকাল ৫টায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিচালক একে মিলন আহমদ এর পরিচালনায় জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনায় স্মৃতির অন্তরালে বইয়ের মোড়ক উম্মোচন ও গুনীজন সসম্মাননা প্রদান আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা: সৈয়দ মোনাওয়ার আলী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, ” হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ” এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসাইন খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, তাহিরপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অমল কর প্রমুখ। এ সময় অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বিভিন্ন ক্যাটাগরিতে জেলার গুণীজনদেরকে শ্রেষ্ট পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী ও বিশেষ অতিথীবৃন্দ এর নিকট থেকে সম্মাননা স্মারক জেলার শ্রেষ্ঠ কাজী হিসেবে মনোনীত পুরস্কারটি গ্রহণ করেন কাজী জমিরুল ইসলাম মমতাজ।