শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

বিএসএমএমইউ পিসিআর ল্যাবের পরীক্ষায়ও ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৬৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবরেটরির পরীক্ষায়ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ এসেছে। এর আগে নিজেদের উদ্ভাবিত কিটের মাধ্যমে পরীক্ষায়ও ফল একই এসেছিল।
বুধবার প্রবীণ এই চিকিৎসকের করোনা পজিটিভের রিপোর্ট দেয় বিএসএমএমইউ।
গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে বলে নিজেই গণমাধ্যমকে জানান।
তবে ওই কিট সরকারের কাছ থেকে এখনো অনুমোদন না পাওয়ায় বিএসএমএমইউয়ের পিসিআর ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করান তিনি। এই পরীক্ষায়ও তার করোনা পজিটিভ এসেছে।
নিজেদের পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় চিকিৎসা নিচ্ছেন জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে তার নিয়মিত ডায়ালাইসিসও চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ