নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানগ্রামের করচতলায় সংলগ্ন নাইন্দা নদীতে ভাটিবাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ পলো বাইচে জয়কলস ইউনিয়নের সুুলতানপুর গ্রামের লোকজনসহ শৌখিন মৎস্য শিকারিরা এসে অংশ গ্রহণ করেন। এলাকাবাসী পলো নিয়ে মাছ ধরার আনন্দে মেতে ওঠেন। পলো বাইচে আমাজের সাথে পলো হাতে দেখা যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনকে।
কথা হলে অনুভূতি প্রকাশ করে ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, দীর্ঘ অনেক বছর পর ভাটিবাংলার ঐতিহ্যবাহী পলো বাইচে অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছে। আমাদের উচিত ঐতিহ্যের এই উৎসবগুলো বাচিয়ে রাখা।