রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

রাতের আধারে ঈদ উপহার নিয়ে হতদরিদ্রদের বাড়িতে সোনারতরী সমাজ কল্যাণ সংস্থা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৪২৫ বার

স্টাফ রিপোর্টার:: 

করোনাভাইরাসের আতঙ্ক ও সংক্রমণে থমকে আছে পৃথিবী। ঘরবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়। এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা।

মানবতার ডাকে সাড়া দিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন সোনারতরী সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে। দিনমজুরসহ গরীব মানুষের হাতে তারা তুলে দিয়েছেন তেল, গুড়, পেঁয়াজ, ডাল ও ময়দা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেট।

শনিবার(২৩ মে) রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সোনারতরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, ছায়াদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক সুজন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক পংকজ চক্রবর্তী জয়, ধর্ম বিষয়ক সম্পাদক শাহনুর আহমদ সুলতান, সদস্য আব্দুল বাছিত শায়েখ, তুফায়েল আহমদ, আবু তালহা, সামছুজ্জামান রাজু, আলমগীর আহমদ, খোকন আহমদ, শুয়েব আহমদ ও বশির আহমদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ