সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

আরটিভি হিফজুল কুরআন প্রতিযোগিতায় বর্ষসেরা ছাতকের হাফিজ মামনুন সাঈদ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২৮৮ বার

নিজস্ব প্রতিবেদক:: জনপ্রিয় চ্যানেল আরটিভি আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা GPH ispat আলোকিত কুরআন ২০২০সারা দেশে বাছাইকৃত সেরা ২৮ হাফেজে কুরআন নিয়ে ১ম রমজান থেকে শুরু হয় মূল পর্ব আরটিভি’র পর্দায়। ১ম রমজান থেকেই ২৮ জন হাফেজ কুরআন কে বিভিন্ন দলে বিভক্ত করা হয়, ক্রমান্বয়ে তারা একের পর এক রাউন্ড অতিক্রম করে সেরা ৪ হাফেজ চলে আসে গ্র্যান্ড ফিনালে। ২৭ রমজান GPH ispat আলোকিত কুরআন ২০২০ টানা ১০ রাউন্ডে সর্বোচ্চ নাম্বার পেয়ে গ্র্যান্ড ফিনালে বর্ষসেরা হাফেজে কুরআনের মুকুট পরে সিলেটের হাফেজ মামনুন সাঈদ ।

হাফেজ মামনুন সাঈদ এর গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক থানার, জাউয়াবাজার ইউনিয়নের, সাদারাই গ্রামের মুফতি মাওঃ আবু সাঈদ সাহেবের পুত্র, সাবেক ইমাম ও খতিব শাহি ঈদগাহ জামে মসজিদ, ও মুহাদ্দিস দারুসসালাম মাদ্রাসা সিলেট। বর্তমান ইমাম ও খতিব আল-হুদা জামে মসজিদ সাইতামা কেন, জাপান। তারা দাদা মাওঃ শায়খ আব্দুল বারী (রহঃ) মুহতামিম (প্রতিষ্ঠাকাল ১৯৮৬ থেকে ২০১১)সাদারাই জামেয়া।তার মাতা মোছাঃ ইমরানা আক্তার। পাচঁ ভাই বোনদের মাঝে হাফিজ মামনুন সাঈদ সর্বকনিষ্ঠ। বড় দুই ভাই হাফেজে কুরআন বর্তমানে অধ্যয়নরত। তার চার চাচামাওঃ আবুল খয়ের, বর্তমান মুহতামিম সাদারাই জামেয়া।মোঃ আবুল হাসনাত প্রবাসী, মাওঃ আবু সুফিয়ান সাবেক শিক্ষক শাখাইতি মহিলা মাদ্রাসা বর্তমান ব্যবসায়ী, মাওঃ আবুল কালাম সাবেক শিক্ষক জামেয়া দারুল হাদীস জাউয়া বর্তমানে প্রবাসী।হাফিজ মামনুন সাঈদ, ঢাকা যাত্রাবাড়ী তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার ছাত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ