তপন মজুমদার
একটি মৃত্যুর মিছিল রাজপথে
ঘনীভূত হচ্ছে আমাদের চারপাশে
নেই কোন অজুহাত করোনা হ্রাসে
তবুও শুধু লাশ আর লাশ
শূন্য চারণভূমি; দুর্বাঘাস
আজ পৃথিবী জ¦রে ভারাক্রান্ত
ধরণীন বুকে একরাশ হতাশা; অনিশ্চয়তার দীর্ঘশ্বাস!
সেই যমদূতের তাড়নায় আজ লকডাউনে
ক্যাসিনো, নাইট ক্লাব, মদের বার,
ওপের এয়ার কনর্সাট,
একঘরে যৌনপল্লি,
শিসার আসর, গাঁজার আসর,
আমানতের কিয়ামত,
হিংসা, প্রতারণা, অহংকার সবই দুসর!
সমাজের ধুন্ধুকাররা অই সমস্ত কাজে
র্নিদিধায় লিপ্ত
ধ্বংস লীলায় মেতেছে ধরা
নিরাময়ের লক্ষে বিধাতার নৈকট্যে
অবিরত প্রার্থনা
করজোড়ে ক্ষমার অভিলাশ
আর্তনাদ; অশ্রুবিসর্জন
তারপরও আমাদের এই পথচলা!
আজ রক্ষা নেই কোন হিংস্র দানবের
দানবরূপী মুখোশ পরা মানবের
চলতে তামাম পৃথিবীতে হাহাকার
দুর্ভিক্ষের রূপ নিচ্ছে
তাবৎ দুনিয়া
তবুও অসহায়ের খাদ্যের ঝুলিতে
হাত বাড়াচ্ছে খাদ্যখেকু নরপিশাচ!
–
আলোই জীবন
চলার পথে গোলক ধাঁধাঁ
আসলো অনেক নতুন বাঁধা
করোনায় কাটে
সাধের বেলা
থেমে যায় সকল চলা
কি হৃদয় বিদারক প্রকৃতির খেলা!
আসছে কত নতুনত্ব
উদয়-অস্ত অবিরত
বের হবে না সাবধান! জারি হলো তথ্য
তবুও আশা
অই তো ভালোবাসা
ফোটাক জীবনের আলোঃ আলোই তো জীবন।
প্রতি টুয়েন্টি শতাব্দিতে আসে যমদূত
আসে মহামারি: কলেরা, ইনফ্লোয়েঞ্জা, কালাজ¦র,
করোনা
নেই কোন নিয়মের বালাই
আতঙ্কে থাকি সদাই
দিনভর একা একাকী
কাটে না তো ওপারের ভেলা।
বুনন করি কতক স্বপ্ন
স্বপ্নলোকে
আঁকি ছবি নীলাকাশের নীলিমায়
স্বপ্নরাজ্যে জ¦ালি পিদিম
বিশ্বজোড়ে ছড়ায় রঙিন আলো
সুবাসিত হয় ধরণী, কেটে যায় আধাঁর।
আসুক ফিরে সেই রাঙা প্রভাত
তাবৎ বিশ্ববাসী যার প্রতিক্ষায়-
বিজ্ঞানীদের গবেষণাগারে
যুগান্তকারী সাধনা
আশার আলো
আলোই তো জীবন।
লেখক; কবি ও একজন সরকারী চাকুরীজীবি।