বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে সূর্যের দেখা মিললেও কৃষকের মনে কষ্টের শেষ নেই!

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৪৭১ বার

স্টাফ রিপোর্টার,ছায়াদ হোসেন সবুজ:
টানা এক সপ্তাহের বৃষ্টির পর শুক্রবার সূর্যের আলো দেখে কৃষকের মুখে একটু খানি হাসির ঝিলিক দেখা যাচ্ছে। এখন সবাই আবার কাজে ব্যস্ত হয়ে পরেছেন, তাদের এই উদ্দীপনা দেখে মনে হচ্ছে তারা যেন এতদিন পর আবার দেহে প্রান ফিরে পেয়েছেন। এদিকে এতদিন সোনার ধান খলায় পরে থাকায় ধান পচে গেছে এমনকি অনেকের ধান পচে গিয়ে ধানে সবুজ চারা গজিয়েছে এ নিয়ে দিশেহারা কৃষক। এত দিনের কষ্টের ফসল এভাবে চোখের সামনে পচে যাচ্ছে তা দেখে কৃষকের মনে আজ বড় কষ্ট। সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ সুনামগঞ্জের প্রত্যেক খলায় খলায় শত শত মণ ধান শুকানোর জন্য পরে রয়েছে। অনেকের ধানে পচন ধরেছে। সবার মুখে হাহাকার শব্দ। চোখের সামনে এভাবে সোনার ফসল পচে যাচ্ছে তা কেউ মেনে নিতে পারছেন না। সবাই এখন অসহায় হয়ে পরেছেন। দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের কৃষক আব্দুল মালিক দক্ষিণ সুনামগঞ্জ ২৪.কমকে বলেন, কি আর বলব এত দিনের টানা বৃষ্টির কারনে ধান পচে গন্ধ বেরিয়েছে। মারাই করা ধান চারাও মারাই না করা ধানের স্তুপেও আজ পচা গন্ধ, এতো কষ্টের ফসল শুকাতে পারছেনা নিজের চোখের সামনে সোনার ফসল পচে যাচ্ছে, খড়ও পচে যাচ্ছে এর ছেয়ে কষ্টের আর কি হতে পারে। আল্লাহ রহমতে আজ আবহাওয়া একটু ভাল দেখা যাচ্ছে, সবার মুখে এখন একটু খানি হাসির ঝিলিক, এভাবে আবহাওয়া থাকলে হয়ত কিছু দিনের মধ্যেই ধান শুকিয়ে গুলায় তুলতে পারব।।প্রত্যেক খলায় খলায় এখন ধান শুকানোর প্রস্তুতি চলছে। সবাই এখন আগের মত ধান মারাই ও হাওরাঞ্চলের প্রধান সম্পদ সোনার ফসল রক্ষায় মহা ব্যস্ত। আর ৫ -৬ দিন ভাল আবহাওয়া পেলে হয়ত তারা তাদের এত দিনের লালিত সপ্নের সোনার ফসল গুলায় তুলতে সক্ষম হবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ