নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ জন। তিনি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে আব্দুল জলিল(৫৫) ।
জানা যায়, আক্রান্ত ব্যক্তি উপজেলার পাগলা বাজারে মাছের ব্যবসা করতেন। গত রবিবার (১০ মে) তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে আজ বুধবার (১৩ মে) রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
বুধবার (১৩ মে ) রাতেই উপজেলা প্রশাসন বাড়িটিকে লকডাউন করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে। এবং উপজেলা স্বাস্থ বিভাগ আক্রান্তের পরিবারের ৫ জনের নমুনা নেয়ার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানা যায়।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, এনিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত ৯ জন। এলাকার মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে। এবং নতুন আক্রান্তকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।