স্টাফ রিপোর্টার:: বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকার তালিকায় রয়েছে বাংলাদেশ। হাওরের বাঁধ ভেঙে ফসল বিপর্যয়ে পড়া জেলার আরেক বিপর্যয়ের নাম বজ্রপাত। সিলেট বিভাগের সবচেয়ে বজ্রপাত প্রবণ এলাকার তালিকায় রয়েছে সুনামগঞ্জ জেলা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বে বেড়েছে এ বজ্রপাতের পরিমাণ। আর এ শীর্ষস্থানটি দখল করে রেখেছে সিলেট বিভাগের সুনামগঞ্জ। গত ৮ দিনের পরিসংখ্যানে দেশের সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় সুনামগঞ্জে। আর এতে মারা যান ২২ জনের বেশি মানুষ।
গতকাল মঙ্গলবারে সুনামগঞ্জের তিন উপজেলায় তিন কৃষক ও দুই কৃষাণি নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। এদিকে বজ্রপাতে নিহতদের তালিকার বেশিরভাগই রয়েছেন কৃষক। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার তথ্যমতে চলতি মাসের বজ্রপাতে শুধু সুনামগঞ্জ জেলাতেই ২২ জনের প্রাণহানি হয়েছে যার অধিকাংশই কৃষক। সুনামগঞ্জের উত্তরে মেঘালয় ও খাসিয়া পাহাড় রয়েছে। ওইদিক থেকে আসা ঠান্ডা এবং দক্ষিণের গরম ও ভেজা বাতাসের সঙ্গে সংমিশ্রণ হয়ে বজ্রপাত তৈরির অনুকূল পরিবেশ তৈরি করে। এ জন্য সুনামগঞ্জে বজ্রপাত বেশি হয়। হাওরে বজ্রপাত বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, হাওরের বড় বড় বৃক্ষ কেটে ফেলা হয়েছে। এক সময় উঁচু গাছে গিয়ে বজ্র পড়ত। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এ কারণেও বজ্রপাত বেশি হচ্ছে। বজ্রপাত প্রতিরোধে জমির সীমানায় ৩০ ফুট দূরত্বে তাল এবং মাঝখানে সুপারি গাছ লাগানো যেতে পারে। এই তালগাছগুলো বজ্রপাত প্রতিরোধের মতো উচ্চতাসম্পন্ন হতে কমপক্ষে ১৬ বছর লাগবে। বজ্রপাতের কোনো নিয়ন্ত্রণ নেই। যে কোনো সময় হতে পারে। বজ্রপাত নিরুধক প্রযুক্তিও বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে না। বায়ু দূষণে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রপাত বাড়ার সম্পর্ক রয়েছে। এবার জুন-জুলাইয়ে অন্যান্য বছরের চেয়ে তাপমাত্রা বেশি হতে পারে। সে ক্ষেত্রে বজ্রপাত বাড়ার আশঙ্কা রয়েছে।