বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটল জনসনের

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৩৫ বার

অনলাইন ডেস্কঃ  
ইতিহাস গড়ে সংসার ভাঙলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা হুইলার তাঁকে তালাক দিয়েছেন।
আর এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে ২৫০ বছর পর একজন প্রধানমন্ত্রীর স্বপদে বহাল থাকা অবস্থায় বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটল। ১৭৬৯ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকাকালে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছিলেন অগাস্টাস ফিটজরয়। আড়াই শ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল জনসনের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর গতকাল শুক্রবার এ কথা জানায়। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করার পর গত ১৮ ফেব্রুয়ারি এসংক্রান্ত আইনি নথিপত্রপ্রাপ্তির জন্য আবেদনের অনুমতি পান মারিনা। লন্ডনের কেন্দ্রীয় পারিবারিক আদালতের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বিবাহবিচ্ছেদের আইনি কাগজপত্র পেতে পরবর্তী আবেদন করতে দেরি করেননি তিনি, এমনটাই ভাষ্য ডেইলি মিররের। গত মাসের শেষ নাগাদ ওই কাগজপত্র পাওয়ার অনুমোদনও নিশ্চিত হয়ে যায়। এর মধ্য দিয়ে আইনের ভাষায় নিশ্চিত হয়ে যায় জনসন ও মারিয়ার দাম্পত্যজীবনের ইতি। সূত্র : পিটিআই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ