রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁওয়ে সংঘর্ষ : আহত ২৫

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪৪৬ বার

বিশেষ প্রতিবেদক:: দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৫টায় ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উভয়পক্ষের ৮ জনকে সুনামগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান পক্ষের সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের মৃত মুতিবুর রহমানের ছেলে মুহিবুর রহমান পক্ষের। কথা কাটাকাটির এ ঘটনাটি পরবর্তীতে সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন- মুহিবুর রহমান (৩৫) এর পক্ষের মুহিবুর রহমান, মখদ্দুছ মিয়ার ছেলে লাবিব হোসেন ও দিলোয়ার হোসেন, সেজমিন আক্তার (৪০)। অন্যান্য আহতরা হলেন মুতালিন (১৮), হেলাল মিয়া (৩২), সানুয়ার (৩০), মেম্বার মিজানুর রহমানের পক্ষের সিরাজুল ইসলাম সাজুলের ছেলে তোফায়েল আহমদ (৪০), আবিদ নূরের ছেলে দিলদার আহমদ (২১), আবুল খয়েরের ভাগ্না সাইফুর রহমান (২২), মৃত আলেক উদ্দিনের ছেলে ইশতাকুল মিয়া (৫০) ও একই গ্রামের শফিকুল ইসলাম। গুরুতর আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষই আমাদের কাছে আসেনি। আসলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ