স্টাফ রিপোর্টার, ছায়াদ হোসেন সবুজ::
দক্ষিণ সুনামগঞ্জে সাব রেজিস্ট্রি অফিসের অনিয়মিত অফিস, অনিয়ম ও দীর্ঘদিনের জনভোগান্তির বিরুদ্ধে বুধবার দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে দক্ষিণ সুনামগঞ্জ দলিল লিখক সমিতি। সাবরেজিস্টার অফিসের কাজ সপ্তাহে ৫ দিন হওয়ার কথা থাকলেও হচ্ছে একদিন।এতে জনগণ চরম ভুগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন জন সাধারন জমি ক্রয় বিক্রয়ের জন্য অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এ অনিয়ম ও অনিয়মিত অফিস চলছে। তাই জনগনের এই দীর্ঘ দিনের অনিয়মের পরিত্রান করতে দলিল লিখক সমিতির এই কর্মবিরতি। উক্ত কর্মবিরতি পরবর্তী আলোচনা সভায় দলিল লিখক সমিতির সাধারন সম্পাদক নুর আলম ও সদস্য আবু সাইদের সঞ্চালনায় এবং সভাপতি রিপন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাসুক মিয়া, ফরিদ মিয়া, দেলুওয়ার হুসাইন, জয়নাল আবেদিন, প্রবীন মুরব্বি কটু মিয়া, আনর মিয়া ও আ:আউয়াল প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সাবরেজিস্টার অফিসের এই অনিয়ম, অনিয়মিত অফিস দীর্ঘদিন যাবৎ চলছে। এতে জনগণের চরম ভোগান্তি হচ্ছে জনগণ তাদের প্রয়োজনীয় কাজ ঠিকমত করতে পারছেন না। সপ্তাহে ৫ দিন অফিসের কাজ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে ১ দিন। তাই আমরা চাই এই ধরনের অনিয়ম বন্ধ হোক। জন ভোগান্তি দুর হোক। জনগণকে যাতে তাদের জায়গা জমি ক্রয় বিক্রয় করতে আর ভোগান্তি পরতে না হয় আমরা তার দ্রুত বাস্থবায়ন চাই।