দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
মসজিদের মতো দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, আমি সীমিত আকারে হলেও মসজিদ খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলাম। মসজিদের দ্বার উন্মুক্ত করে দেয়ায় সরকারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। মসজিদের মতোই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়ার আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ আহ্বান জানান।
দেশের দ্বীনদরদি মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, মসজিদ খুলে দেয়ায় আমাদের যেমন আনন্দ হচ্ছে তেমনি আমাদের অসতর্কতায় যেনো করোনা ছড়িয়ে না যায়। আমরা সতর্ক থাকব। স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে যাবো ইনশাআল্লাহ। দেশ ও মানুষের স্বার্থে আমরা কিছুতেই অসতর্ক হবো না।
আল্লামা মাসঊদ বলেন, স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা পরিচালনা করা কঠিন কিছু নয়। সতর্ক থেকে মাদ্রাসা পরিচালনা করা সম্ভব। কারণ মাদ্রাসা বেশির ভাগ ছাত্র আবাসিক থাকে। রাস্তায় বের হয় না। সুতরাং মাদ্রাসা শিক্ষার্থীরা ঝুঁকিমুক্তই পড়ালেখা করতে পারবে বলে আমরা মনে করি।
কওমি মাদ্রাসা পড়ালেখা শুরু হলে দেশের জন্যই মঙ্গল হবে বলে মন্তব্য করেন ফরীদ উদ্দীন মাসঊদ।