মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

থমকে গেল তিন ‘সুন্দরী’র চলচ্চিত্রে যাত্রা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৫৩ বার

বিনোদন ডেস্কঃ  
দুই ঈদ ঘিরে তিন ‘সুন্দরী’র অভিষেক হওয়ার কথা, কিন্তু করোনার কারণে তাঁদের অভিষেক নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ঈদুল ফিতরে কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তাই অভিষেকের প্রশ্নই আসে না। আর ঈদুল আজহায় ঠিক এই ছবিগুলো মুক্তি পাবে কি না, তা নিয়েও নিশ্চয়তা পাওয়া যায়নি।
এ বছরই সিনেমায় অভিষেক হওয়ার কথা মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তিন ‘সুন্দরী’ জাহারা মিতু, জান্নাতুল ফেরদৌস ঐশী ও নিশাত নাওয়ার সালওয়া। কিন্তু করোনার কারণে সিনেমা হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় ঠিক কবে তাঁদের অভিনীত ছবিগুলো মুক্তি পাবে, তা নিয়ে অনিশ্চয়তায় এই অভিনয়শিল্পীরা। ঐশী ও সালওয়া অভিনীত ছবি দুটি মুক্তির জন্য প্রস্তুত। মিতুর ছবির শুটিং আটকে গেছে। এখন সিনেমা–সংশ্লিষ্ট সব কাজ বন্ধ। ঈদুল ফিতরের সব সিনেমা মুক্তি বাতিল করেছেন প্রযোজকেরা।
ঈদুল ফিতরে মুক্তির তালিকায় ছিল মিশন এক্সট্রিম–এর প্রথম পর্ব। আরিফিন শুভর বিপরীতে এই ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮–এর বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশীর। ছবির দ্বিতীয় পর্ব মুক্তির কথা ঈদুল আজহায়। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে না কোনো ছবি। আর মানুষের স্বাভাবিক পরিস্থিতিতে আসতে যেহেতু সময় লাগবে, তাই ঈদুল আজহাতেও ছবিটি মুক্তি অনিশ্চতার মধ্যে পড়ে যেতে পারে। শুধু তা–ই নয়, দুই ঈদ ছাড়াও এ বছর সিনেমায় অভিষেক হতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে এই নবাগতার। ঐশী বলেন, ‘এখন মানুষের বাঁচা–মরার লড়াই। এখন মানুষ বিনোদন নিয়ে ভাবছে না। কীভাবে খেয়ে–পরে বেঁচে থাকবে, সেটা নিয়েই ভাবছে। এই পরিস্থিতির সৃষ্টি না হলে ঈদে আমার ছবি মুক্তি পেত। আমার জন্য ভালো হতো। কিন্তু এই পরিস্থিতিতে ছবি মুক্তি সম্ভব নয়। ছবি মুক্তির জন্য প্রস্তুত। এ বছর সুযোগ না হলে আগামী বছর হবে। এক সময় না এক সময় মুক্তি তো পাবেই। এ জন্য আফসোস নেই।’
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮–এর প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। তাঁর প্রথম ছবি স্বপ্নে দেখা রাজকন্যা। তাঁর নায়ক আদর। এ বছরই যেকোনো এক ঈদে ছবিটি মুক্তির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা সালওয়ার, কিন্তু কোনো ঈদেই ছবিটি মুক্তি পাচ্ছে না। আপাতত অভিষেকও হচ্ছে না তাঁর। সালওয়া বলেন, ‘এই পরিস্থিতিতে মানুষ হলে গিয়ে সিনেমা দেখা দূরের কথা, হলের আশপাশেই যাবে না। হল খুললেও কি দর্শক পাশাপাশি আসনে বসে সিনেমা দেখবেন? এটা আমার কাছে চিন্তার বিষয়। একসময় পরিস্থিতি ভালো হবে। বন্ধ হল ঠিকঠাক করে খুলতেও সময় লাগবে। তারপরেও পাঁচ ছয় মাসের মধ্যে দর্শক হলে আসবেন বলে মনে হয় না।’
গত বছর ডিসেম্বর মাসে আগুন ছবি দিয়ে সিনেমায় অভিষেক হওয়ার কথা ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ সালের প্রথম রানারআপ জাহারা মিতুর। ছবিতে তাঁর নায়ক শাকিব খান। কিন্তু ছবির প্রযোজক ক্যাসিনো কেলেঙ্ককারিতে আটকের কারণে তাঁর ছবির শুটিং শেষ হয়নি, মুক্তিও পায়নি ছবিটি। গত মার্চ মাসে শুটিং শুরু হয়েছে তাঁর দ্বিতীয় ছবি কমান্ডো-এর। নায়ক দেব। ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছিল এটি। মাত্র ৯ দিন শুটিং হয়েছে। প্রথম ধাপের চার দিনের শুটিং বাকি থাকতেই করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ হয়ে যায়। তবে আগামী মাসে শুটিংয়ের শিডিউল আছে, কিন্তু তত দিনে পরিস্থিতি শুটিংয়ের উপযোগী হবে কি না, তা নিশ্চিত নন এই নতুন অভিনেত্রী। মিতু বলেন, ‘পরিস্থিতি ভালো হলে আগামী মাসে শুটিং করা হতে পারে। আর না করা গেলে ঈদুল আজহায় ছবি মুক্তি সম্ভব নয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ