রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জে স্কাইপিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেশের প্রথম অনলাইন মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৩৪ বার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেশের প্রথম অনলাইন মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সাড়ে ১১ টায় স্বাস্থ্য বিভাগের সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সভাটি প্রাণবন্ত হয়ে উঠে। এসময় জেলা ফ্যাসিলেটর শামছুল আহমদ ও বিশ্বম্ভপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক।

উক্ত সভার সিদ্ধান্ত গুলো নিচে দেয়া হল:
(১)অনলাইন ই টুলকিট প্রশিক্ষণ প্রদানের আয়োজন। (২) করোন কালীনইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারি বৃদ্ধি ও সীজার হ্রাস। (৩)১৬৭৬৭ অন লাইন কলে পরিবার পরিকল্পনা সেবা প্রদান। (৪) অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকরণে পর্যাপ্ত পরিবার পরিকল্পনা সামগ্রী প্রদান। (৫)স্টক আউট রোধে করনীয় দিক নির্দেশনা প্রদান। (৬)ই রেজিষ্ট্রেশন কার্যক্রম স্বাভাবিক ভাবে চালিয়ে যাওয়া। (৭)সকল সহকর্মীদের নিরাপত্তার স্বার্থে জনগণের পাশে থেকে সেবা প্রদানের জন্য সকল কে করোনা সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হয়। (৮)১৮ তারিখের মধ্যে এমআইস ৪ রিপোর্ট অনলাইনে প্রদান। (৯) পেইড ভলান্টিয়ারদের ও দ্রুত পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান। (১০)বিভাগীয় কার্যক্রম গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করণ ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পর উক্ত মিটিংয়ে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ