সিলেট থেকে, আহমেদ আনোয়ার:: শতবছরের ঐতিহ্যে লালিত ছবির মতো ক্যাম্পাস এম.সি কলেজে মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কবিতা পরিষদের নিজ কক্ষে রবী ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী পালন করা হয়। কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আব্দুল্লাহ আল সাহেদের সঞ্চালনায় ও কবি লক্ষণ রায়ের সভাপতিত্বে শুরু হয় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব তোতিউর রহমান, বাংলা বিভাগের চেয়ারম্যান ও কবি অধ্যাপক আলী ইদ্রিস, মুক্তিযুদ্ধা ও রবীন্দ্রগবেষক আতাউর রহমান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবা আক্তার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রথমেই কবিতার পরিষদের মুখপত্র ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘জাগরণ’বৈশাখী সংখ্যা ও কবি আলী ইদ্রিসের ‘নির্বাচিত ৫০ টি কবিতা’ নামক গ্রন্থের পাঠ উন্মোচন হয়। পরে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সাহিত্য নিয়ে আলোচনা। আলোচনা অংশগ্রহন করেন গল্পকার সুলেমান কবির, কবি ও সংগঠক বিমান তালুকদার, হাওর গবেষক সজল কান্তি সরকার সহ অনেকেই। অনুষ্ঠানের এক পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন,” যারা রবী ঠাকুরকে লালন করে তাদের আর কোন অবতার লাগেনা, রবী বাবু নিজেই ছিলেন এক অবতার”। কবি আলী ইদ্রিস বলেন,”রবী ঠাকুর এক মহান সংস্কারক, যিনি বাঙালি তথা গোটা ভারতবর্ষকে মানুষ করার ব্রত নিয়েছিলেন।” প্রধান অতিথির ভাষণে অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ বলেন, “রবী নজরুলকে নিয়ে এ দেশে অনেক মিথ্যা মিথ প্রচলিত আছে, তা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় বক্তব্যের ফাঁকে ফাঁকে রবী ঠাকুরের কবিতা পাঠ ও গান পরিবেশন করেন জাহেদ আলী, প্রাবন্ধিক অসীম সরকার, কবি রোকশানা পারভীন, কবি আহমেদ আনোয়ার ও সুমন চন্দ্র পাল।