স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগর ট্রাইগার ক্লাবের উদ্যোগে করোনায় ঘরবন্দি অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। শনিবার বিকাল ৫টায় পৌর বিপনীস্থ অসহায় চা বিক্রেতা, দুস্থ্য ও ঘরবন্দি মানুষের মাঝে খাদ্য বিতরণ শুরু করে বেচেঁ বেচে অসহায় দরিদ্রদের বাড়ী বাড়ী পৌছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন টাইগার ক্লাবের সভাপতি পারভেজ মিয়া, সাধারন সম্পাদক আবু সাঈদ বিকি, সাংগঠনিক সম্পাদক মো: রবিন মিয়া, সহ-সম্পাদক ইসলামুল হক প্রমুখ। এ সময় প্রতিটি প্যাকেটে ২ কেজি চাল, ১ কেজি ২শ গ্রাম আলু, ৬শ গ্রাম পেয়াঁজ সমেত ৬০ প্যাকেট বিতরণ করা হয়। এ সময় আবু সাঈদ বিকি জানান, আমরা বন্ধু বান্ধবদের পকেট থেকে সামান্য উপহার অসহায় দরিদ্র ও ঘরবন্দি মানুষের মাঝে বিতরণ করেছি। সমাজের ভিত্তবানরা এগিয়ে আসলে কোন মানুষই খাবারের কষ্ট পেত না। আমরা চাই সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিরা ঘরবন্দি মানুষের কল্যানে এগিয়ে আসবেন। আমরা সবাই ঘরে থাকি করোনা ভাইরাসের মহামারি থেকে দুরে থাকি। সমাজের কোন ধনাঢ্য ব্যক্তি আমাদের ক্লাবের মাধ্যমেই অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারবেন।