শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত তিন ফুটবলার!

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৬৭ বার

স্পোর্টস ডেস্কঃ  
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মান বুন্দেস লিগা এফসি কোলনের তিন জন ফুটবলার। তবে তাদের নাকি করোনার কোনো লক্ষণই ছিল না! নিয়ম অনুযায়ী এফসি কোলনের খেলোয়াড়, কোচিং স্টাফসহ দলের সঙ্গে থাকা সবার করোনা পরীক্ষা করা হয়েছিল।
সেখানে তিনজনের করোনা সনাক্ত হয়েছে বলে জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
করোনায় আক্রান্ত ফুটবলারদের নাম প্রকাশ করেনি কোলোনের ক্লাব। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘গত বৃহস্পতিবার দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তিন জন ফুটবলারের ফলাফল পজিটিভ এসেছে। তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ‘
জার্মান ফুটবল কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, পরীক্ষায় যদি কেউ পজিটিভ হয় তাহলে পুরো দলকে কোয়ারেন্টিনে পাঠানোর প্রয়োজন নেই। কেবল সংক্রমিত খেলোয়াড় যাবেন কোয়ারেন্টিনে। দলীয় অনুশীলনে কোনো বাধা নেই।
তাই স্বাস্থ্য বিধি মেনেই বিভিন্ন গ্রুপে অনুশীলন চালিয়ে যাবে কোলন।
করোনাভাইরাসের কারণে গত মার্চে জার্মান লিগ স্থগিত হয়েছিল। করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা বুন্দেসলিগা পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে জার্মান ফুটবল। ৯ মে থেকে বুন্দেসলিগার বাকি মৌসুম শুরু করতে চায় তারা। তবে সরকারি হস্তক্ষেপে তা পিছিয়ে যেতে পারে ১৬ থেকে ২৩ মে পর্যন্ত। জার্মানিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭শ ৩৬ জনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ