সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় প্রবাসীদের খাদ্য সহায়তা করছেন সুনামগঞ্জের ড. সামছুল হক চৌধুরী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২৮৯ বার

 

ডেস্ক রিপোর্ট:: করোনা পরিস্থিতে বাংলাদেশে নিজ এলাকা সুুুুনামগন্জ,দিরাইর অসহায় মানুুুুষের পর এবার আর্থিক সহায়তায় সঙ্কটে থাকা মালয়েশিয়া প্রবাসীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন

যুক্তরাজ্য প্রবাসী, দিরাইয়ের কৃতি সন্তান সমাজসেবক ড. মো. সামছুল হক চৌধুরীর ২ মে দেশটির বিভিন্ন স্থানে শতাধিক প্রবাসীদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়।

খাদ্য সহায়তা দেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার সাধারণ সম্পাদক সাংবাদিক আহমাদুল কবির। এ সময় তার সঙ্গে ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফারুক।
বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী-সভাপতি ড. মো. সামছুল হক চৌধুরী বলেন, সারাবিশ্ব প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। নিয়ন্ত্রণে চলছে লকডাউন। পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইয়েরা রয়েছেন কর্মহীন অবস্থায় অর্থ ও খাদ্য সংকটে।

সামছুল হক চৌধূরী বলেন, জীবন-জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমালেও দেশের উন্নয়ন অগ্রগতির চাকা তারাই সচল রেখেছেন। প্রবাসে থেকেও লোকজন দেশের সার্বিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কেননা প্রবাসীরাই হচ্ছেন বাংলাদেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। চলমান সংকটকালে প্রবাসীদের পাশে সমাজের বিওবানদের এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ