বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

মানিকগঞ্জে ক্যামিকেল দেয়া ৫ হাজার কলা ধ্বংস ৬ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২০৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
মানিকগঞ্জের সাটুরিয়ায় রমজানে অধিক মুনাফার লোভে কাঁচা কলা ক্যামিকেল দিয়ে দু’দিনেই পাকানো হচ্ছে।
ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে কাঁচা কলা পাকানোর দায়ে ৩ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের দোকানে মুজুদ ৫ হাজার পিস কলা ধ্বংস করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ওই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, জেলা প্রশাসক এসএম ফেরদৌসের নির্দেশে শনিবারের গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাটুরিয়া উপজেলার খুনিরটেক বাজারে অভিযান চালানো হয়।
এ সময় ৩ ব্যবসায়ীর ৫ হাজার কার্বাইড দেয়া কলা বিনষ্টি করা হয়। সেইসঙ্গে ৩ ব্যবসায়ীর প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ব্যবসায়ীদের শতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণের ওই কর্মকর্তা।
অভিযানে সাটুরিয়া উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্নাসহ মানিকগঞ্জ ৩৮ আনসার ব্যাটালিয়ান বাহিনীর সদস্য অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ