বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

অনাহারের ঝুঁকিতে আফগানিস্তানের ৭০ লাখ শিশু

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ২১৫ বার

অনলাইন ডেস্কঃ  
করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট সংকটে আফগানিস্তানে ৭০ লাখেরও বেশি শিশু অনাহারের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।
শুক্রবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত খাবারের দাম বাড়তে থাকায় আফগানিস্তানের জনসংখ্যার এক তৃতীয়াংশ খাদ্যাভাবে পড়তে চলেছে, যার মধ্যে ৭৩ লাখই শিশু।
আন্তর্জাতিক সম্প্রদায় যথাসময়ে সঠিক পদক্ষেপ না নিলে দেশটিতে ক্ষুধা, রোগ এবং মৃত্যুর ঝড় বয়ে যাবে ‘সেভ দ্য চিলড্রেন’ এর মুখপাত্র সতর্ক করেছেন।
আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেনের পরিচালক টিমোথি বিশপ বলেন, আফগানদের জন্য করোনাভাইরাস মহামারীর চেয়েও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ক্ষুধা। লকডাউনের কারণে এমন সঙ্কট সৃষ্টি হয়েছে, খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশ্ব এখনই পদক্ষেপ না নিলে এখানে ক্ষুধা, রোগ আর মৃত্যুর ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় আমরা উদ্বিগ্ন।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের যখন প্রতিদিনই পর্যাপ্ত পুষ্টিকর খাবারের প্রয়োজন ঠিক সে সময়েই খাবারের দাম বাড়ছে।
আফগানিস্তানে করোনা মহামারী শুরুর আগেও ৫০ লাখেরও বেশি শিশুর বিভিন্ন ধরনের মানবিক সহায়তার প্রয়োজন ছিল।
সম্প্রতি জাতিসংঘ পরিচালিত এক জরিপে দেখা গেছে, পাঁচ বছরের কম বয়সী প্রায় ২০ লাখ আফগান শিশু প্রবল খাদ্যাভাবে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ