ওরা এগারো জন ক্ষেত্রজীবী
আমার আত্মার আত্মীয় রক্তের তৈরি বাঁধন,
আমি ভুবন জয়ী কৃষাণ তনয়
শ্যামল ধরণীর ওরাই তো আমার আপন।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মতো
সবুজ শ্যামল দ্বিতীয়টি নাহি মিলে,
ওরা ক্ষেত্রজীবী খাদ্য যোগানকারী
ফসল ফলাতে মাথার ঘাম পায়ে ফেলে।
বৈশাখ এলে পাকা ধানের মৌ মৌ গন্ধে
ক্ষেত্রজীবী পল্লিবাসীরা মুখরিত হয়ে হাসে,
নতুন ধানের উৎসবে পল্লিবধূর বৈশাখীবরণ
শ্যামা পাখিরা গাছে গাছে নাচে।
একটি দুর্ভিক্ষের পরে ফিরে এলো
খোদার নিয়ামত মাঠ ভরা সোনালী ফসল,
পাকা ধানের ক্ষেতে চাষীরা কাঁচি হাতে
ধান কাটে মনে নিয়ে আনন্দের ঢল।
ওরা এগারো জন ক্ষেত্রজীবী
নিবাসী সুনামগঞ্জের কিদিরপুর গ্রাম,
বৈশাখী সাজে পেয়েছে ওরা
জগৎ নন্দিতো ক্ষেত্রজীবী হলুদ পাখি নাম।
এলো বৈশাখ মাঠে মাঠে পাকা ধান
পাকা ধানের ক্ষেতে চাষীরা কাঁচি হাতে,
সোনার ফসল তুলবে ঘরে
সুখে শান্তিতে খেতে পারবে মাছে ভাতে।
এম.এ.কাওছার মুরাদ
ইতিহাস বিভাগ (৪র্থ বর্ষ) এমসি কলেজ, সিলেট।