দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬৭ জনে।
একই সময়ে নতুন করে ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মহামারীতে ১৬৮ জনের মৃত্যু হল।
বৃহস্পতিবার দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষ থেকে থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ ব্যক্তিদের মধ্যে পুরুষ তিনজন, নারী দুই জন। এদের মধ্যে দুই জন ষাটোর্ধ্ব এবং ৪০-৫০ বছরের মধ্যে তিনজন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৬০ জন।
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪ হাজার ৯৬৫টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৬২৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, আমরা করোনার নমুনা পরীক্ষার পরিধি বাড়িয়েছি। ২৯টি ল্যাবের ফলাফল জানানো হয়েছে। নতুন করে কুমিল্লা মেডিকেল কলেজ, এভারকেয়ার হাসপাতাল লিমিটেড ও সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ফলাফল যুক্ত হয়েছে।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও নিহতের পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে মৃতের সংখ্যা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ২৩৬ জন।
করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩২ লাখ ২২ হাজার ৩৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯০ হাজার ৯৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৮১১ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ২৯৩ জন সুস্থ হয়ে উঠেছেন এবং দুই লাখ ২৮ হাজার ১৯৭ জন রোগী মারা গেছেন।
সুত্রঃ যুগান্তর