বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

কোভিড-১৯ মোকাবেলায় ৫০৫৪ সিনিয়র নার্স নিয়োগ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২২৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
কোভিড-১৯ মোকাবেলায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বৃহস্পতিবার সাময়িকভাবে সুপারিশপ্রাপ্তদের রেজিস্ট্রেশন নম্বরসহ মেধাক্রম তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।
বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম বিজ্ঞপ্তিতে সই করেন।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০১৮ সালে নেয়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ তবে পদ স্বল্পতার কারণে সুপারিশকৃত নয় এমন প্রার্থীদের মধ্য থেকে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (১০ গ্রেড) এর নবসৃজনকৃত ৬ হাজার পদের মধ্যে পাঁচ হাজার ৫৪টি পদে এই সংখ্যক প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অর্জিত মেধা ও তৎকালীন কোটা পদ্ধতির ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সুপারিশ করা প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী দেয়া হল।
সুপারিশ করা ব্যক্তিদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির ওয়েবসাইটে দেয়া আছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ