বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

ছেলে সন্তানের জন্ম দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাগদত্তা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৫২ বার

অনলাইন ডেস্কঃ  
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাগদত্তা ক্যারি সিমন্ডস একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার বিবিসির খবরে এমন তথ্য পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর এক মুখপাত্র এবং তার সহযোগী জানিয়ছেন, মা ও সন্তান উভয়ে সুস্থ রয়েছেন।
লন্ডনের একটি হাসপাতালে সন্তান জন্মের সময় উপস্থিত ছিলেন সম্প্রতি করোনা থেকে সেরে ওঠা বরিস জনসন।
ওই মুখপাত্র আরও জানান, বরিস ও সিমন্ডস জাতীয় স্বাস্থ্য সেবার ধাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম কোনো অবিবাহিত দম্পতি যারা ডাউনিং স্ট্রিটে এক সঙ্গে রয়েছেন।
এর আগে, ৫৫ বছর বয়সী জনসন ও ৩২ বছর বয়সী ক্যারি সিমন্ডস মার্চ মাসে ঘোষণা করেছিলেন তারা গ্রীষ্মের প্রথম দিকে একটি সন্তানের প্রত্যাশা করছেন। গত বছরের শেষের দিকে তারা বাগদান সম্পন্ন করেছেন।
ওই সময় এক ইনস্টাগ্রাম পোস্টে ক্যারি সিমন্ডস জানিয়েছেন, এ বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। তার গর্ভের বরিসের সন্তান।
১৭৪ বছরের ইতিহাসে ক্যারি সিমন্ডসই যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রীর সবচেয়ে কম বয়সী সঙ্গিনী বলে জানিয়েছে বিবিসি।
ক্যারি সিমন্ডস হবেন বরিস জনসনের তৃতীয় স্ত্রী। এর আগে দুই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে তার। ২০১৮ সালে দ্বিতীয় স্ত্রী মারিনা হুইলারের সঙ্গে টাকার বিনিময়ে ডিভোর্স চুক্তি সই করেছেন বরিস জনসন।
১৯৯৩ সালে তাদের বিয়ে হয়েছিল, এ দম্পতির চারটি সন্তান রয়েছে।
প্রসঙ্গত, টনি ব্লেয়ার ও ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্তানের বাবা হয়েছিলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ