স্টাফ রিপোর্টার:: দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের শুরু থেকে শেষ দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহ ব্যাপী গর্ভবতী মহিলাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) পুষ্টি সপ্তাহের শেষ দিনে পাগলা উপস্বাস্থ্য কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি রোগীদের পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা , করোনা ভাইরাস প্রতিরোধে পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা বিষয়ক পরামর্শ, মাস্ক ও সাবান বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরীফি।
এ সময় উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ এর আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হুমায়ুন কবির ও পরিবার পরিকল্পনা বিভাগের শাহিন আক্তার প্রমুখ