জ্যোতির্ময় হুমায়ুন আজাদ আমরা একজন ভাষাবিদ, গবেষক,সাহিত্যিক হিসেবে চিনি।
কিন্তু একজন মহান বিপ্লবী হিসেবে আমি তাকে মান্য করি। সমাজ আর মানুষের পুরোনো চিন্তা চেতনা ভেঙ্গে চুরমার করে দিয়ে উচিয়ে ধরেছিলেন প্রগতি আর সত্যের পতাকা।
গল্প, উপন্যাস, কবিতা সাহিত্যের সকল শাখায় তার সমান পদচারণা রয়েছে। নির্মম সত্য উচ্চারণের জন্য তিনি বার বার চাটুকার, অসৎ, রাজনীতিবিদ, ধর্মব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন। কিন্তু তিনি থেমে থাকেননি। অবিরাম লিখে গেছেন সত্য অার সুন্দরের পক্ষে।
দালালি আর আপোষকামিতার এই সময়ে একজন হুমায়ুন আজাদকে প্রচণ্ড মিস করে বাংলাদেশ। স্পষ্টবাদিতা আর অকপটে সত্য বলায় তিনি কখনোই পিছপা হননি। হুমায়ুন আজাদকে আক্রমণ করে যারা ভেবেছে সত্য আর সুন্দর কে মাটি চাপা দিয়েছেন তাদের বলি, একটা প্রাণের বিনাশ ঘটানো যায় কিন্তু আর্দশ, চেতনা আর বিপ্লবকে দমানো যায় না।
হুমায়ুন আজাদরা মরে না, এদের মারা যায় না এরা বেঁচে থাকে এদের কর্মে- পরম্পরায়।ফলে জীবিত হুমায়ুন আজাদের চেয়ে মৃত হুমায়ুন আজাদ আরও শক্তিশালি।তাই তো প্রিয় আজাদ যে চেতনার আলো ছড়িয়েছেন সারা পৃথিবীর কোটি তরুণের হৃদয়ে। এই হৃদয়গুলো তাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল।
হুমায়ুন আজাদ ঐ দূর আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা। আকাশের দিকে তাকালেই হুমায়ুন আজাদকে খুঁজে পাই। তিনি অনুপ্রেরণা আর সাহসের যে আগুন তারণ্যের মানসে বপন করে গেছেন
তাঁর আগুন হয়ে জ্বলবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত।
আর আমৃত্যু সেই আগুনে পুড়বে- পুড়ে ছাই হবে
আজাদের স্বপ্নের সোনার বাংলার সাম্প্রদায়িক পেতাত্মারা
দেশের অন্যতম প্রথাবিরুধী মহান বিপ্লবীর আজ জন্মদিন।
শ্রদ্ধাভরে স্মরণ করছি।
লেখক: আহমেদ আনোয়ার
তরুণ কবি