হারান পাল
একবিংশ শতাব্দীতে এসে মোবাইল ফোন ব্যবহার করে না এমন তরুণ-তরুণীর সংখ্যা মনেহয় শতকরা পাঁচ জনের চেয়েও কম হবে। মোবাইল ফোনে যদি ইন্টারনেট সংযোগ থাকে তো পুরো দুনিয়াটাই তখন হাতের মুষ্টিতে থাকে। বর্তমানে সবচেয়ে জনবহুল সোশ্যাল সাইট হলো ফেইসবুক, এখানে পাঁচ হাজার বন্ধুসহ অনেক বিনোদনের সুযোগ আছে। কোটিপতি বাবার একমাত্র মেয়ে মোহিনী, সবেমাত্র নবম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ন হয়েছে। মোহিনীর আবদার রক্ষা করার জন্য, বাবা বিদেশ থেকে মেয়ের জন্য অনেক দামী ফোন নিয়ে আসলেন। নতুন মোবাইল ফোন হাতে পেয়ে মোহিনী আনন্দে আত্মহারা! পরদিন মোহিনী তার সব থেকে প্রিয় মামাতো ভাই মদন কে বললো, আমায় একটা ফেইসবুক আই ডি খুলে দিবি? মদন বললো হুম দেবো কিন্তু একটা শর্ত আছে! মোহিনী বললো কি শর্ত বল শুনি, মদন বলে আমায় মাঝেমধ্যে তোমার ফোন ব্যবহার করতে দিবি। মোহিনী বলে আচ্ছা ঠিক আছে, এখন একটা আই ডি খুলে দে। মদন ফেইক একটা প্রোফাইল তৈরি করে, ইন্টারনেট থেকে মেয়েদের কিছু ছবি ডাউনলোড করে। নিপুণ ভাবে সব ইনফরমেশন দিয়ে প্রোফাইলটা সাজায়, তারপর সুন্দর হ্যন্ডসাম ছেলেদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে থাকে। প্রথম প্রথম মোহিনী কিছুই বুঝতে পারে না কিন্তু মদন ধীরে ধীরে তাকে সবকিছু শিখিয়ে দিলো। মোহিনী পড়াশুনায় মনোযোগ নেই দিন রাত মোবাইল ফোনে ব্যস্ত। অনেকেই মেসেঞ্জারে তার ছবি দিতে বলে, অনেকেই তার ফোন নাম্বার চায়? মোহিনী তার ইচ্ছা মতো কাউকে ভালো লাগলে তার ছবি বা নাম্বার দিতো! সব সময় হাসি খুশি থাকতো, কখনও ফোনে কথা বলতো নতুবা চ্যাটিং নিয়ে ব্যস্ত সবসময়। এস এস সি পাস করার পর যখন কলেজে ভর্তি হলো, তখন তার চোখে পড়ে মিলন নামের একটি ছেলের উপর। মিলন স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র, সে মোহিনীর বান্ধবী উমা কে প্রচন্ড ভালোবাসে। মিলন মোহিনীর কাছে এসে কান্না জরিতো কন্ঠে বললো দেখো মোহিনী আমি উমা কে অনেক ভালোবাসি কিন্তু উমা আমায় ভুল বুঝে সম্পর্ক শেষ করতে চাইছে! সে বললো তোমার বান্ধবী কে প্লিজ একটু বুঝাও, মোহিনী থাকে শান্তনা দিয়ে বললো ঠিক আছে আমি দেখছি। মোহিনী এই বিষয়ে উমার সাথে কথা বললো, উমা বলে মিলন খুবই খারাপ একটা ছেলে, আমি ছাড়াও অন্য মেয়েদের সাথে আড্ডা দেয় সারাদিন। মোহিনী অনেক চেষ্টা করেও উমা কে বুঝাতে পারলো না। উমা বললো তর যদি এতই মায়া লাগে তুই থাক কিন্তু আমায় কখনও ওর ব্যাপারে কিচ্ছু বলবি না। মোহিনী রাগ করে চলে যায়, পরদিন মোহিনী কলেজ ক্যাম্পাসে মিলন কে দেখতে না পেয়ে, বড় দুশ্চিন্তায় পরে গেলো। রাতে ঠিকমতো ঘুমোতে পারলো না, বার বার মিলনের দুঃখি মুখটা তার চোখের সামনে ভেসে উঠে।পরদিন মোহিনী ক্যাম্পাসের এক কোনে চুপচাপ বসে থাকতে দেখে মিলন কে, দৌঁড়ে ছুটে যায় তার কাছে বলে কেমন আছ মিলন ? মিলন চুপটি করে বসে থাকে, মোহিনী বলে আমি অনেক চেষ্টা করেছি, উমা খুব অহংকারী, খুবই জেদি সে তোমায় চায় না। মিলন চোখের কোন জল ছেড়ে বলে ধন্যবাদ মোহিনী, তুমি আমার অপরিচিত হয়েও আমার কষ্ট বুঝতে পারছ কিন্তু যার সাথে দীর্ঘদিন ছিলাম সেই উমা বুঝলো না! মোহিনী তখন মিলনের চোখের জল মুছে দিয়ে বলে, চলো আমায় ফুচকা খাওয়াবে চলো! তারপর মোহিনী বললো দেখ মিলন কাল থেকে তুমি চুল দাঁড়ি কেটে সুন্দর হয়ে ক্যাম্পাসে আসবা। মিলন বললো কার জন্য সুন্দর হবো, সুখ আমার জীবন থেকে বিদায় নিয়েছে! মোহিনী বললো কার জন্য মানে আমার জন্য, মিলন বললো না তা হয় না! মোহিনী বললো কেন হয় না, আমি তোমার উমার মতো সুন্দর না তাই! তারপর থেকে ফোন আর এসএমএস নিয়ে দুজনই ব্যস্ত থাকতো। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন মিলন বললো আচ্ছা তোমার কি কোন এফ বি আই ডি আছে? মোহিনী বলে না, তখন মিলন তাকে একটা নতুন আই ডি খুলে দেয়। মিলন ধীরে ধীরে মোহিনীর প্রেমে পড়ে যায়, দুজনেই অনেক হ্যাপি ছিলো। হঠাৎ একদিন মিলন বললো মোহিনী তোমায় দেখার জন্য মনটা কেমন করছে যদি তুমি একটা সেলফি দাও! মোহিনী সাথে সাথেই মিলন কে সেলফি দিল, মিলন বলল তুমি ছবি কিভাবে দিলে। মোহিনী বললো আমার মামাতো ভাই মদন, সে একটা আই ডি খুলে দিয়েছিল। মিলন অনেক রেগে গেলো বললো তুমি সব সত্যিই বল কেন অভিনয় করেছ আমার সাথে?
মোহিনী বলে আমি মার দিব্যি দিয়ে বলছি তুমি আমার প্রথম প্রেম। মিলন বললো তুমি কতদিন আই ডি ব্যাবহার করেছ, কতজনের সাথে কথা বলতে সব সত্যি বল। মোহিনী বলে প্রায় এক বছর, পাঁচ সাত জনের সাথে মাঝেমধ্যে মন চাইলে রিপ্লে দিতাম। মিলন বলল তোমার নাম্বার আর ছবি কতজন কে দিয়েছো? মোহিনী বলল ছবি তুমি ছাড়া কখনও কাউকে দেই নাই, একজন আমার নাম্বার জানতো। মিলন বলল কে সে, কি সম্পর্ক তোমার সাথে? মোহিনী বলল সে মদনের বন্ধু বাঁধন, বাঁধন আমায় ভালোবাসে কিন্তু আমি কোনদিনও তাকে ভালোবাসি নাই। মিলন বলল মোহিনী তুমি আমার থেকে এতকিছু গোপন করলে, কেন ছলনা করলে আমার সাথে?
মোহিনী বলে আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি মিলন। তখন তুমি ছিলে না আমি কেবলই টাইম পাস করেছি। মিলন বললো তোমার এত বড় সাহস তুমি ছেলেদের মন নিয়ে খেলা করো, বলে ফোন করে গালি দিতে শুরু করে।
মোহিনী কেঁদে কেঁদে বলে, আমি তোমায় অনেক ভালোবাসি, তোমায় সবকিছু বলার পর যদি আমায় ছেড়ে দিতে চাও কি আর করবো!
মিলন চিন্তা করলো মোহিনী চাইলে সবকিছুই তার থেকে গোপন রাখতে পারতো, তাকে ভালোবাসে বলেই বিশ্বাস করে সব স্বীকার করেছে।
মিলন বলল মোহিনী তুমি যদি আমার সাথে টাইম পাস করো তার ফল ভোগ করবে। তারপর থেকেই দুইজনের মধ্যে কেবলই ঝগড়া হতে থাকে, মোহিনী আগেও মিলন কে সন্দেহ করতো। এখন মোহিনী যদি মিলন কে কিছু বলে মিলন তার পাল্টা উত্তর দেয়।মোহিনী প্রায়শই উমার কথা বলতো, উমার সাথে কথা শেষ করো আমি তো আছি তোমার টাইম পাস হিসাবে। মিলন তখন মোহিনীর টাইম পাসের বিষয়টা জানতো না, সে ভাবতো মোহিনী তাকে অনেক ভালোবাসে তাই একটু আধটু সন্দেহ করে। মিলন প্রতিদিন তিন বার সেলফি দিতে বলে, মোহিনীর মোড ভালো থাকলে দেয় না হয় সারাদিনে একটাও না। একদিন যদি মিলন ফোন না দেয়, মোহিনী বলে কেন টাইম পাস করছো। মোহিনী বলে আমি এখন পুরাতন হয়ে গেছি, তোমার নতুন কাউকে চাই তাই না মিলন!
মিলন রেগে যায় বলে, তোমার যদি থাকার ইচ্ছা না থাকে পরিস্কার করে বলো জোর করে কাউকে ধরে রাখা যায় না। মোহিনী বলে আমি তোমার জীবনে টাইম পাস হয়ে থাকতে চাই না, তুমি এখনও উমা কে অনেক ভালোবাসো?
মিলন অনেক ভাবে মোহিনী কে বুঝাতে চায়, দেখ মোহিনী বার বার ঝগড়া করে দুজনের মধ্যে দুরত্ব তৈরি কর না।
মোহিনী বলে ঠিক বলেছ মিলন আমি তোমার উমার মতো এত মিষ্টি করে কথা বলতে পারি না। মিলন রাগ করে বলে, আজকের পর আমি তোমায় কখনই বিরক্ত করবো না। দুইদিন পর মোহিনী বার বার ফোন করে, মিলন বলে কি হয়েছে কেন বার বার ফোন দিচ্ছ? মোহিনী বলে তুমি কেন আমার সাথে টাইম পাস করছ?
মিলন বলে তুমি কি চাও? মোহিনী বলে আমি শুধু তোমাকে চাই কিন্তু তুমি তো আমায় একটুও ভালোবাসো না, ভালোবাসলে দুইদিন কথা না বলে থাকতে পারতে না। এভাবে কিছুদিন চলার পর মিলন ধীরে ধীরে মোহিনীর উপর বিরক্ত হতে থাকে।
মোহিনীর বাঁকা কথা গুলো শুনতে শুনতে অসহ্য ও ক্লান্ত হয়ে গিয়েছিল মিলন।
মিলন বুঝতে পারে মোহিনীর মতো মেয়েরা শুধুই টাইম পাস করে কাউকে মন থেকে ভালোবাসা দিতে পারে না। মিলন পরিস্কার বলে মোহিনী থাকতে হলে ভালোভাবে থাকো, সারাদিন ঝগড়া করে কি লাভ দুইজনেই কস্ট পাবো। মোহিনী বলে চিন্তা করো না আমি এখনই সবকিছু ডিলিট করে দেবো, আজকের পর আমার অশুভ ছায়া আর কোনদিনও তোমার উপর পরবে না। একটা অনুরোধ মিলন, তুমি উমা কে নিয়ে সুখে থাকো আমি তোমার জীবনে টাইম পাস হয়ে থাকতে চাই না। মিলন বলে, আমি তোমায় অনেক ভালোবাসি মোহিনী কেন বুঝতে চাইছ না, কেন বার বার জেদ করছ! মোহিনী সবকিছু সত্যি সত্যিই ডিলিট করে দেয়।
মিলন ফোন করে বলে, মোহিনী তুমি অনেকদিন আমার সাথে টাইম পাস করলে তার জন্য ধন্যবাদ। যাও তোমায় মুক্তি দিলাম, যদি তুমি আমার হও অবশ্যই ফিরে আসবে আমি তোমার অপেক্ষায় রইলাম!
লেখক; গল্পকার ও সংস্কৃতিকর্মী