বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২০৭ বার

অনলাইন ডেস্কঃ  
বৈশ্বিক মহামারী করোনায় ৩০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন বিশ্বের ২ লাখের বেশি মানুষ।
রোববার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
ওয়েবাসাইটির দেয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৫ হাজার ৫০৮ জন। আর এ ভাইরাসটিতে এ পর্যন্ত ২ লাখ ৮৯৯৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ হাজার ১৪৫ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা ও ইউরোপ। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৯৩ হাজার ৭৭১ জন। আর এতে সংক্রমিত হয়ে ৫৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
এর পরই মৃতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এ পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ২৩ হাজার। চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে প্রায় ২৩ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
মৃতের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে ২০ হাজার ৭৩২ জন এ ভাইরাসটির সংক্রমণে প্রাণ হারিয়েছেন।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ