রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম এ মান্নান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ মে, ২০১৮
  • ৫৪৩ বার

নিজস্ব প্রতিবেদক,মোঃশহিদ মিয়া:: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ১২ তম সাইনি কিডস মেধা বৃত্তিপ্রাপ্ত ৩২ জন শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান, নগদ অর্থ, সার্টিফিকেট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় সাইনি কিডস এর আয়োজনে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলা বণিক সমিতির সভাপতি মোঃ কফিল আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারন সম্পাদক হরিস চন্দ্র বর্মণের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, প্রশাসকের সহধর্মিনী লুবনা আফরোজ, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খোকন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, পলাশ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ূম, এফ সি এ ,সি এম সির মোঃ তফাজ্জুল হুসাইন (বাবুল) উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাদল চন্দ্র বর্মণ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন সাধিত হয়েছে তা বিশ্ব বাংলাদেশ রোল মডেল। তিনি বলেন আওয়ামীলীগের সরকারের আমলে দেশে আজ সরকারী বেসরকারী ১১০টি বিশ্ব বিদ্যালয়ের মধ্যে শেখ হাসিনার ৭০টির বেশী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। আজ ৮০টির ও বেশী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন চলতি বছরের মধ্যে ৬৮ হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। কিন্তু জামায়াত বিএনপির নেতৃত্বাধীন তৎকালীন চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালীন হাওয়া ভবন খুলে তারেক জিয়া যে র্দূনীতি করেছিলেন বিশ্ব বাংলাদেশ ৫ বার চ্যাম্পিয়ান হয়েছিল। আর বিদ্যুৎ এর নামে খাম্বা দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপট করে বিদেশে পাচার করা হয়েছিল। আজ মেধা বিকাশে দেশ যেভাবে শিক্ষার আলোয় আলেকিত হয়েছে অল্পদিনেই বাংলাদেশ বিশ্ব একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে এজন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগন আবারো জঙ্গীবাদ ও আগুন সন্ত্রাসীদের বর্জন করে নৌকার প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ,সনদপত্র ও সার্টিফিকেট তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ