কাজী জমিরুল ইসলাম মমতাজ
নামাজ পড়ি রোজা রাখি,
খোদার হুকুম পালন করি,
খোদার বড়ত্ব আকড়ে ধরি।
এই ধরাতে এসেছি একা,
পথিমধ্যে জীবন ফাকা,
কাউকে বানাতে হয় নেকা।
ধনীদের সম্পদে গরীবের অধিকার বিদ্যমান,
গরীবের অধিকার সময়মত করহে প্রদান,
নইলে বিপদে পতিত হইবায় দু’জাহান।
হিংসা বিদ্বেষ করনা হে ভাই,
খোদা ব্যতীত আপন কেহ নাই,
পরকালের উদ্ধার করবেন সাই।
লেখকঃ কাজী ও সাংবাদিক