বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

লোকে বলে, আমি ইতিহাসের সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট: ট্রাম্প

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৩১ বার

অনলাইন ডেস্কঃ  
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে কোভিড-১৯ চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশন করে দেহে ঢুকানোর পরামর্শ দেয়ার কয়েকদিন পরেই নিজের সম্পর্কে এমন মন্তব্য ট্রাম্পের। খবর- ওয়াশিংটন পোস্ট
রোববার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যে লোকেরা আমাকে চেনে এবং আমাদের দেশের ইতিহাস জানে তারা বলে, আমি ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট।আমি এ সম্পর্কে জানি না। কিন্তু আমি একজন প্ররিশ্রমি, সম্ভবত প্রথম সাড়ে তিন বছরে দেশের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে আমি অনেক বেশি কাজ করেছি।মিথ্যা সংবাদকে ঘৃণা করছি।
এর কয়েকমিনিট পরেই ট্রাম্প আরেকটি টুইট বার্তায় বলেন, ‘খুব সকালে উঠে অনেক রাত পর্যন্ত আমি কাজ করি। অনেক মাস হলো হোয়াইট হাউজ ছেড়ে অন্য কোথাও যাইনি। তারপরও আমার কাজের ব্যর্থতা নিয়ে নিউইয়র্ক টাইমসে গল্প তৈরি হয়।’
সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, দেশটিতে যখন ১০ লাখের মতো করোনায় আক্রান্ত ঠিক সে সময়ে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সংবাদ মাধ্যমের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ‘এই ভয়ানক অবিচার বন্ধ করতে মিথ্যা সংবাদের প্রতিষ্ঠানসহ সবার বিরুদ্ধে মামলা করা উচিত।’
এর আগে গত শনিবার সংবাদ সম্মেলন করলেও কাউকে প্রশ্ন করতে দেননি ট্রাম্প। তার মতে আমেরিকান সংবাদ মাধ্যম বেশির ভাগ সময় ‘শত্রুতাভাবাপন্ন প্রশ্ন’ করে। তাই সংবাদ সম্মেলনের কোনো প্রয়োজন মনে করেন না প্রেসিডেন্ট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ