স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে দক্ষিণ কাদিপুর একতা যুব সংঘ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নতুন এ সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা-উপদেষ্টা মাহবুব আলম মাহবুব ও কামাল হোসেন কামালের অর্থায়নে চাল, ডাল, তেল, আলু, সাবান ও লবন বিতরণ করেন সংগঠনের নেতারা। শুক্রবার বিকাল ৩টায় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ ও নতুন এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।
কমিটি আত্মপ্রকাশে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবাদকর্মী আলাল হোসেন। নতুন কমিটির সাধারণ সম্পাদকের দায়ীত্ব পাওয়া মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদকর্মী এন এ নাহিদ ও সংবাদকর্মী নোহান আরেফিন নেওয়াজ।
প্রবাসী মো. মাহবুব আলম মাহবুব ও মো. কামাল হোসেন কামাল ছাড়াও মো. মুহিবুর রহমান মানিক, মো. শরীফ আহমেদ মুন্না ও মো. আব্দুল মোতালেব এ কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।
কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান রনি, সহ-সভাপতি মো. আবিদুল হক, মোহাম্মদ জমশেদ মিয়া, মো. সুজন মিয়া, মোহাম্মদ দুদুমিয়া, মো. তাইদুল মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল কাদির জিলানী, মো. আল আমিন মিয়া, মো. তোফাজ্জল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল আহমেদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ আইন উদ্দিন, অর্থ সম্পাদক মো. এবাদুল হক এবাদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ শাহিবুর রহমান, প্রচার সম্পাদক মো. শাহ আলম, সহ-প্রচার সম্পাদক মোঃ সুয়াইদ মিয়া, সাহিত্য সম্পাদক মো. তইবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সুফিয়ান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইউনুস আলী, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রোমান আহমেদ, মিডিয়া সম্পাদক মোহাম্মদ হাসান, তথ্য সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, দফতর সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী নূর, সদস্য মো. মতিউর রহমান (প্রবাসী), আক্তার হোসেন, নুরুল আমিন, আলী আমজাদ, জায়েদ হোসেন, সাইফুর রহমান, সিয়াম আহমদ, হাফিজুর রহমান, জানে আলম, আরমান আলী, আফসার আলী, মুবিনুর, আজমন আলী, আলী নুর, আয়াতুল রহমান, ইমরান হোসেন, সর্দার আলি, মুরসালিন মিয়া, সানোয়ার হোসেন, মো মহিবুল্লাহ ও হাফিজুর রহমান হাফিজ।