স্টাফ রিপোর্টারঃ দেশের চলমান পরিস্থিতি ও বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রকোপে সারাদেশে যখন শ্রমিক সংকট। আবার এদিকে রয়েছে আবহাওয়া অফিসের ২৫ এপ্রিল এর মধ্যে পাকা ধান কাটার তাগিদ। এমনই অবস্থায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের (কাইকারপার গ্রামের অসহায় আজমান আলী কাছা মিয়া নামের এক কৃষকের প্রায় ৪ বিঘা পাকা ধান কেটে দিয়েছেন বিজয় সমাজকন্যাণ সংস্থার নেতৃবৃন্দরা।
এসময় ধান কাটায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, বিজয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি মনোয়ার হোসেন হিমেল, সহ-সভাপতি জিলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু সালেহ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র শীল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিপন দে, কৃষি বিষয়ক সম্পাদক শিপন আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শুভ রঞ্জন ব্যানার্জী, প্রচার সম্পাদক শাহনুর আহমদ সুলতান, সদস্য পবিত্র দে, এস এম আকিক, মিজানুর রহমান হেলন, আব্দুল আলিম, পাপ্পু কান্তি দাস, রাজু দাস,
কয়েছ আহমদ, আব্দল হামিদ, নিতাই দাস, পংকজ দে, সুহেল তালুকদার, সাদিক আহমদ তারেক, খালেদ আহমেদ জামী, কামরুল ইসলাম, পারভেজ আহমদ, মাছুম আহমদ, রুহান আহমদ, আবিদুর রহমান, তায়েফ আহমদ, কামরুল মিয়া, অজিত দাস প্রমুখ।