মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

জামালগঞ্জে অসহায় কৃষকের পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৫৭ বার

স্টাফ রিপোর্টারঃ  দেশের বর্তমান পরিস্থিতি ও করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট থাকায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নির্দেশনায় জামালগঞ্জ উপজেলা এক অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার পাকনার হাওড়ে অসহায় কৃষক ফারুক মিয়া নামের এক কৃষকের ধান কেটে দেয় জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এ সময় ধান কাটায় অংশগ্রহন করেন  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।

কৃষক ফারুক মিয়া জানান, পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরি বেড়ে গেছে। আমার জমিতে ধান পেকে গেছে অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রলীগের ভূমিকা আমায় আশ্বস্থ করেছে। তাদের এই সহযোগিতার ফলে আমি আমার পাকা ধান গুলো ঘরে তুলতে পেরেছি।

জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধানকাটা কর্মসূচি গ্রহণ করেছি। কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের নিশ্চয়তা দিয়েছি যতদিন আমাদের প্রয়োজন হবে ততদিন তারা আমাদের সহযোগিতা পাবেন। আমরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেঁধে ধান কাটার কাজ করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ