কাজী জমিরুল ইসলাম মমতাজ
মানুষ মানূষের জন্য,
জীবন জীবনের জন্য,
মানবতা মানবের জন্য,
প্রাণ প্রাণের জন্য,
মন ব্যকুল হয় আপনজনের জন্য।
পরকে আপন ভাবতে হয় পরকালের জন্য,
জীবনে ও মরণে বন্ধন রেখো একে অন্যের জন্য,
হাঁসি ও কান্না থাকবে সকলের জন্য,
একটু মায়া কি মানব পেতে পারেনা কি জন্য?
ও বন্ধু মানবতা বৃদ্ধি হউক সকলের জন্য।
লেখকঃ কাজী ও সাংবাদিক