শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

এক মাসের শিশুর কাছে হার মানল করোনা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ১৮৩ বার

অনলাইন ডেস্কঃ  
গত সপ্তাহে লন্ডনে ১০৬ বছর বয়সী বৃদ্ধার কাছে হার মেনেছিল প্রাণঘাতী করোনাভাইরাস। এবার সদ্যোজাত শিশুর কাছে পরাজিত হলো ভাইরাসটি।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বামরাসনারাদুরা সংক্রামক রোগ ইনস্টিটিউটে মাত্র এক মাস বয়সী এক শিশু করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে গেছেন বাবা-মা।
বিশ্বের সবচেয়ে কম বয়সী করোনা রোগীর আরোগ্য লাভ হিসেবে রেকর্ডে স্থান পেল ওই শিশু।
রয়টার্স জানিয়েছে, জন্মের পর এক মাস না পেরোতেই করোনায় আক্রান্ত হয় থাইল্যান্ডের ওই শিশু। প্রথমে শিশুটি মারা যেতে পারে বলে আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত খুব দ্রুতই সেরে উঠেছে সে।
শিশুটির শরীরে চারটি অ্যান্টিভাইরাল ওষুধের সংমিশ্রণ ব্যবহার করে এ সফলতা এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসক বিশাল মুলাসারত।
তিনি বলেন, ১০ দিন ধরে বিভিন্ন মাত্রায় শিশুটিকে চারটি অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে গেছি। প্রতিদিনই তার স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং এক্স-রে করে তার উন্নতি পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি ধীরে ধীরে সুস্থ হচ্ছে সে। অবশেষে নবজাতক করোনামুক্ত হলো।
করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান সরবরাহকারী আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮৩৯ জন। মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩০।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ