স্টাফ রিপোর্টার::
প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ ছড়িয়ে পরার আশংকায় জনসচেতনতার অংশ হিসেবে চলছে ‘লকডাউন’। অফিস-আদালত, স্কুল-কলেজ, সাপ্তাহিক হাঁট-বাজার বন্ধসহ সামাজিক দুরুত্ব বজায় রাখতে ঘর থেকে বের না হওয়ার নির্দশনা রয়েছে প্রশাসনের। এমতাবস্থায় অসহায়, কর্মহীন, ঘরবন্দীসহ সাধারণ খেঁটে খাওয়া নিন্ম আয়ের মানুষ পরেছেন বিপাকে।
এমতাবস্থায় ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের লন্ডন প্রবাসী নেজাম উদ্দিন, ফয়ছল উদ্দিন, মোহাম্মদ মোয়াজ উদ্দিন ও তা’র বন্ধুবান্ধবসহ সকলের ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের অসহায়, কর্মহীন, ঘরবন্দীসহ সাধারণ খেঁটে খাওয়া নিম্ন আয়ের ১৫’শ পরিবারের মাঝে এ-ই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।