রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

সুনামগঞ্জে লক্ষণশ্রী ইউনিয়নের কৃষকদের ধান কেটে দিলো জেলা যুবলীগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২১৭ বার

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হাওরে কৃষকদের ধান কেটে দিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মইনুল হোসেন নিখিলের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,কেন্দ্রীয় যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ বাবলু ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুনামগঞ্জে উপ পরিচালক ডাঃ মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে কৃষকদের সাথে কাচি হাতে নিয়ে ধান কাটেন তারা। এ সময় ধান কাটায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সিনিয়র সদস্য বাবু সবুজ কান্তি দাস,সদর উপজেলা যুবলীগের সাংগঠনি ক সম্পাদক মোঃ জেবুল মিয়াসহ লক্ষণশ্রী ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।

সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন হাওর বেষ্টিত সুনামগঞ্জের বিভিন্ন হাওরে চলতি বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। যা সময় মতো কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারলে এই জেলার ২৬ লাখ মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে তা দেশ বিদেশে রপ্তানী করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। কিন্তু এবার আবহাওয়া অফিসের নির্দেশনায় আগামী কয়েকদিনের মধ্যে আকাম বন্যার একটি পূর্বাভাস দেয়ায় কৃষকরা শংঙ্কিত হলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের নির্দেশনায় মহামারী করোনা ভাইরাসের কারণে জেলায় শ্রমিক সংকট দেখা দেয়ায় আমরা সুনামগঞ্জ জেলা ও উপজেলা যবলীগের প্রতিটি নেতাকর্মীরা সামজিক দূরত্ব বজায় রেখে যথাসাধ্য কৃষকদের পাশে দাড়িঁয়ে তাদের হাওরে পাকা বোরো ধান কেটে তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। তিনি আরো বলেন এখন সবাইকে যার যার অবস্থানে থেকে আসুন আমারা সবাই মিলে সুনামগঞ্জের প্রতিটি হাওরে গিয়ে কৃষকদের পাশে দাড়াই এবং তাদের সহযোগিতা করলে আগামী এক সপ্তাহের মধ্যে হাওরের সবগুলো ধান কেটে কৃষকরা তাদের গোলায় তুলতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ