বিনোদন ডেস্কঃ
বোনের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ভারতে টুইটার বন্ধ করে দিতে চান বলিউড তারকা কঙ্গনা রনৌত। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভারতের সরকারের কাছে তিনি টুইটার বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
‘সহিংসতা’ ও ‘ঘৃণা’ ছড়ানোর অভিযোগে গত বৃহস্পতিবার কঙ্কনার বোন রাঙ্গলি চণ্ডালের টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে মাইক্রোব্লগ টুইটার কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়েছেন কঙ্গনে। ভিডিওতে তিনি বোনের পক্ষ নিয়ে বলেছেন, আমার বোন বলেনি যে, সব মুসলমান সন্ত্রাসী। সে বলতে চেয়েছে যে, যারা পুলিশ ও চিকিৎসকদের সহযোগিতা করছে না, তাদের শাস্তি হওয়া উচিত।’ ভিডিওটির সঙ্গে তিনি ক্যাপশন হিসেবে লিখেছেন, গণতন্ত্রে কেন মত প্রকাশের স্বাধীনতা জরুরি– রাঙ্গলি চণ্ডালের টুইট প্রসঙ্গে কঙ্গনা রনৌত।
ভিডিওটির শেষাংশে কঙ্গনা দেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করেন, ভারত থেকে টুইটারের মতো মিডিয়াকে বন্ধ করে দেওয়া উচিত। এ ছাড়া তিনি বলেন, ভারতের উচিত নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম গড়ে তোলা।
বলিউড তারকা কঙ্গনা রনৌতের বোন ও ব্যবস্থাপক রাঙ্গলি চণ্ডাল টুইটারে বেশ সক্রিয় ছিলেন। সেখানে তার অনুসারী ছিল প্রায় ৯৬ হাজার। বোনের নানা কীর্তি প্রচার ও বলিউড তারকাদের বকুনি দিতেই মূলত এ প্ল্যাটফর্মটি তিনি ব্যবহার করতেন। যদিও সেখানে প্রকাশ করা তার মতগুলো বিতর্ক ও নিন্দা ছড়াতো।
সম্প্রতি দিল্লির মোরাদাবাদ শহরে করোনা আক্রান্তদের আনার সময় ডাক্তার ও পুলিশদের ওপর পাথর ছোড়ার ঘটনা নিয়ে মিথ্যে ও বিতর্কিত টুইট করেন রাঙ্গোলি। মুম্বাই পুলিশকে ট্যাগ করে রঙ্গোলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পরিচালক রিমা কাগতিসহ অনেকে। তাঁরা বলেন, ‘ভুয়া সংবাদ ছড়ানোর পাশাপাশি একটি নির্দিষ্ট গোত্রের বিরুদ্ধে অন্যদের ঘৃণা ও সহিংসতায় প্ররোচিত করছেন রাঙ্গোলি। এই বক্তব্যকে ‘লাইক’ দিয়ে সমর্থন করেন হাজার হাজার মানুষ। এর আগেও রাঙ্গোলির হিংসা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য বহুবার সাধারণ মানুষ তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বলেছে। এবার আর অ্যাকাউন্ট ঠেকাতে পারেননি তিনি। টুইটার কর্তৃপক্ষ রাঙ্গোলির অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে। রাঙ্গোলির অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় টুইটারকে ধন্যবাদ দিয়েছেন অনেকে। সূত্র: ফিল্মফেয়ার ও ইনস্টাগ্রাম