খেলা ডেস্ক:: খু্ব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় না বাংলাদেশের মেয়েদের। কিন্তু তাঁদেরই সামনাসামনি দেখে চিনতে অসুবিধা হয় না অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটারদের সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এক বছর আগে। টি-টোয়েন্টি খেলার স্বাদ তো আরও পুরোনো। রুমানা আহমেদ যে আন্তর্জাতিক ক্রিকেটে খুব পরিচিত নন, সেটা বলাই যায়। কিন্তু সেই রুমানাকে সামনে দেখেই অস্ট্রেলীয় ফাস্ট বোলার মিচেল স্টার্ক যখন বলেন, ‘আমি ভালোভাবেই জানি ও কে!’ তখন কিন্তু অবাক হতেই হয়। ঘটনাটি এ মৌসুমের মেয়েদের বিগ ব্যাশের সময়ের। আইসিসির রুকি প্লেসমেন্ট প্রক্রিয়ার আওতায় পাঁচটি সহযোগী দেশের ৮ ক্রিকেটার গিয়েছিলেন বিগব্যাশে। নারী ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এই আট ক্রিকেটারের। সে সৌভাগ্যবান আটজনের মধ্যেই ছিলেন বাংলাদেশের রুমানা ও খাদিজা-তুল-কুবরা। বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাত্রা নিয়ে ক্রিকইনফোতে লিখেছেন অন্বেষা ঘোষ। বিগব্যাশে কেবল খেলাই দেখেননি দুজন, অন্য ক্রিকেটারদের সঙ্গে মিশেছেন, অনুশীলন করেছেন, তাঁদের আত্মবিশ্বাসের জায়গাটা বোঝার চেষ্টা করেছেন, স্কিল বাড়ানো নিয়ে কাজ করেছেন। এরই ফাঁকে স্টার্কের মতো মহাতারকার দেখাও পেয়েছেন। রুমানা বেশ অবাকই হয়েছেন স্টার্ক তাঁকে চেনেন বলে, ‘আমি আশাও করিনি, এত বিখ্যাত ক্রিকেটার বাংলাদেশের এক নারী ক্রিকেটারের নাম শুনেছেন!’ ব্রিসবেন হিটস দলের সঙ্গে অনুশীলন করেছেন রুমানা। লেগ স্পিনার বলে স্টুয়ার্ট ম্যাকগিলের সঙ্গে সেশনে লেগ স্পিনের ধার বাড়িয়েছেন। এক ঘণ্টার সেই সেশন নিয়ে উচ্ছ্বসিত রুমানা অবশ্য অতৃপ্তি লুকাতে পারেননি। জাতীয় দলের অন্য সতীর্থদেরও যে এমন সুযোগ প্রাপ্য, ‘এক ঘণ্টা সময় ধরে উনি (ম্যাকগিল) আমার সঙ্গে বৈচিত্র্য বাড়ানোর বিষয় নিয়ে কথা বলেছেন। বলেছেন, কীভাবে একটু সাহস করে বল করে উইকেট পাওয়া যায়। আমাদের সমাজে মেয়েরা এমন অভিজ্ঞতা পাক, এটা সব বাবা-মাই চাইবে।’ খাদিজা-তুল-কুবরা সুযোগ পেয়েছেন মেলবোর্ন স্টারসের সঙ্গে অনুশীলন করার। শুধু অনুশীলনেই আটকে থাকেনি খাদিজার অভিজ্ঞতা। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে স্টারসের দ্বাদশ খেলোয়াড় হয়ে সুযোগ মিলেছিল ডাগআউটে থাকারও। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই অফ স্পিনারের কাছে অমূল্য হয়ে থাকবে এই অভিজ্ঞতা, ‘ডাগআউট থেকে সুপার ওভার দেখা (নির্ধারিত ওভারে টাই হয়েছিল সে ম্যাচ), আমি ভাগ্যবান। আল্লাহ আমাকে এমি স্যাটারওয়েইট, মিনন ডু পেরেজ, লিগলি লিদেনর সুপার ওভার সামলানো দেখার সুযোগ করে দিয়েছেন। শেষ পর্যন্ত লড়াই করা, স্যাটারওয়েইটের ছক্কা এবং জবাবে আমাদের ব্যাটিং—ওদের শরীরী ভাষা, ওদের প্রত্যয় থেকে কত কিছুই না শেখার আছে!’ রুমানার কাছেও মনে হয়েছে খেলাটার ক্রিকেটীয় দক্ষতা নয়, মানসিকতাতেই পরিবর্তন আনতে হবে বাংলাদেশের, ‘স্কিল বা ফিটনেস রুটিনের চেয়ে আমি চেয়েছি ওরা একটা খেলা কীভাবে দেখে, বোঝার চেষ্টা করে; সেটা শিখতে। এই শীর্ষ ক্রিকেটাররা কীভাবে আধুনিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নেয়, সেটা বুঝতে চেয়েছি।’ এ শিক্ষাটাই দলের সবার মাঝে ছড়িয়ে দিতে চান রুমানা, ‘আমরা চেষ্টা করছি বিগব্যাশের এই অভিজ্ঞতা অতটা আমাদের, ততটাই ওদের হয়ে থাক। আমাদের এ যাত্রা যদি দলের সবার আত্মবিশ্বাস বাড়াতে পারে, বাংলাদেশের মেয়েদের খেলাটায় টেনে আনতে পারে। যদি তাদের নিজস্ব পরিচয় সৃষ্টিতে সাহায্য করে এবং নিজেদের লক্ষ্যে অবিচল রাখে, তবে আমার মনে হয় আইসিসির দেওয়া সুযোগটা ভালোই কাজে লাগিয়েছি আমরা।’ সে আত্মবিশ্বাস প্রকাশ করার সুযোগ পাবেন রুমানারা? গত এক বছরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি। এটাই বারবার পিছিয়ে দিচ্ছে তাঁদের। এখন নিয়মিত খেলার সুযোগটাই প্রাধান্য পাচ্ছে রুমানা-খাদিজাদের কাছে, ‘এমন তো নয় যে আমরা অন্যদের চেয়ে কয়েক আলোকবর্ষ পিছিয়ে আছি, কিন্তু আত্মবিশ্বাস আনতে চাইলে তো আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলতে হবে। ওরা কোন কাজটা ঠিক করছে, আমরা কী ভুল করছি। আইসিসি-ডব্লুবিবিএল রুকি প্রকল্পের অভিজ্ঞতা এ ক্ষেত্রে অনেকটাই সাহায্য করেছে। দেখুন পাকিস্তান কীভাবে উন্নতি করেছে, গত বছর নিউজিল্যান্ডকে হারিয়েছে। কেউ ভাবতে পেরেছে? কারণ, নিয়মিত ক্রিকেট খেলাটা ওদের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। ওরা হয়তো অধিকাংশ সিরিজ হেরেছে, কিন্তু দলের আত্মবিশ্বাস ঠিকই বেড়েছে।’