স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের সাংবাদিকরা চারভাগে বিভক্ত থাকলেও সাংবাদিক ফোরামরা বঞ্চিত ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি সাংবাদিকদের সহযোগিতায় এগিয়ে আসেন জেলা প্রশাসক মো: আব্দুল আহাদ।
রবিবার সকালে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামকে আধাটন অর্থাৎ ৫০০ কেজি চাল উপহার দিয়েছেন। এর আগে সুনামগঞ্জের দুটি প্রেসক্লাবকে ১টন অর্থাৎ ১ হাজার কেজি করে ও রিপোটার্স ইউনিটিকে ১ হাজার কেজি চাল দিয়েছিলেন জেলা প্রশাসক। সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের ২৫জন সাংবাদিকের মাঝে প্রত্যেককে ২০ কেজি করে চাল বিতরন করেন ফোরামের সভাপতি ও মোহনাটিভি ’র জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস ও সাধারন সম্পাদক, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক এবং এসএ টিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি ও সোনালী খবরের প্রতিনিধি ফরিদ মিয়া, যুগ্ম সম্পাদক ও নিউজ ২৪টিভি’র জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, একুশে টিভি জেলা প্রতিনিধি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক বিশ্বমানচিত্রের জেলা প্রতিনিধি একে মিলন আহমদে, আনন্দটিভি’র জেলা প্রতিনিধি এমরান হোসেন, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি মো: বাবুল মিয়া, দৈনিক সকালের সময় প্রতিনিধি মো: শহিদুল ইসলাম, সিবিসি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান প্রমুখ। এ সময় ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। বাংলাদেশেও আক্রান্তের পরিমান বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকরা জীবনের ঝুকি নিয়ে দেশ ও জাতির কল্যানে খবর প্রকাশ করে থাকেন। তাদের ঘরে স্ত্রী সন্তান আছে। ঘরবন্দি মানুষের খবর প্রকাশ করলেও তাদের খবর কেউ রাখে না। যারা সাংবাদিক ফোরামের অস্তিত্ব নেই বলে প্রশাসনের কান ভারি করেন প্রকৃত পক্ষে তাদের নিজেদেরই কোন গণমাধ্যম নেই। সে জন্য জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক বলেন, মাঠে ঘাটে সবার আগে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের কর্মীরাই টিভি,পত্রিকা ও অনলাইনে অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করে আসছেন। ফোরামের সাংবাদিকরা নামে নয় কাজেই প্রমান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরিফুল ইসলাম আশ্বস্থ করছেন যে, ত্রাণ স্বল্পতার কারণে ফোরামকে ৫০০ কেজি চাল দেয়া হয়েছে। তবে সুযোগ পেলে পরবর্তীতে আরও ৫০০ কেজি দেয়া হবে।