ছায়াদ হোসেন সবুজ:: পূর্ব বাংলার সিলেট অঞ্চলের অন্যতম প্রচলিত এক লোক সাংস্কৃতিক অনুষ্ঠান ধামাইল। বিশেষ ধরনের সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে বিশেষ ভঙ্গিমার এই নৃত্য বিয়ে, অন্নপ্রাশনসহ সকল মাঙ্গলিক অনুষ্ঠানে পরিবেশনের রীতি রয়েছে সিলেট অঞ্চলে। এই ধামাইল ধীরেধীরে হারিয়ে যাচ্ছে, তাই এই ঐতিহ্যবাহী ধামাইলকে বাঁচিয়ে রাখতে গঠন করা হয়েছে সিলেট ধামাইল উন্নয়ন পরিষদ।ধামাইল উন্নয়ন পরিষদের প্রথম সাংগঠনিক সফর শ্রীমঙ্গলে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে, শ্রীমঙ্গল সফরে ছিলেন সিলেট বিভাগীয় ধামাইল উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক রামকৃষ্ণ সরকার, তিনি বলেন, সিলেটে ঐতিহ্যর ধারক ধামাইল নিত্যকে বাঁচিয়ে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা গ্রামীন জনপদের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ধামাইল নৃত্যের আগ্রহীদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি, আমরা শ্রীমঙ্গলের মধ্য দিয়ে সাংগঠনিক সফর শুরু করেছি। আস্তে আস্তে বাকি জেলা গুলোও সফর করব। এসময় সাথে ছিলেন বিভাগীয় ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল দেব, তিনি বলেন আমরা ঐ্যতিহ্যের ধারায় লালিত এই ধামাইলকে বাঁচিয়ে রাখতে সব ধরনের প্রচেষ্ঠা অব্যাহত রেখেছি। আমরা আমাদের সাংগঠনিক কাজ শুরু করেছি। আমরা আশাবাদী আবারো ধামাইলের সেই পুরনো ইতিহাস ফিরিয়ে আনতে সক্ষম হব।