স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের প্রবাসী বিত্তবানদের অর্থায়নে প্রাণঘাতি করোনা ভাইরাসে বিপর্যস্ত হতদরিদ্র, দিনমজুর, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত অসহায় ১ শত ৮৫ টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ১৫ এপ্রিল বিকালে সলফ গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংস্থার সদস্যবৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্হিত ছিলেন সলফ গ্রামের প্রবীন মুরব্বী ও সমাজসেবক মোঃ আবুল বশর (ছাওমিয়া), মোঃ আব্দুল গফফার,মোঃ ইউসুফ আলী, মোঃ সামছু মিয়া,মোঃ ফারুক মিয়া,মোঃ গয়াছ মিয়া, মোঃ তফিক মিয়া,সলফ যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আবু তাহের,সদস্য,মোঃ তুরন মিয়া,ইরফান আহমেদ আবাব,হিমেল খাঁন (রুকন),মুহিবুর রহমান রেজা,ইকবাল,শাহজাহান,তোয়াহির,রাফিক,রুম্মান, সাদিকুর রহমান, রুহুলমিয়া, তৈয়ব,ইমন, জাবেল, শিপন,ইস্তাক, তাহমিদ ছাদিক, সুহেন, মিজান, মারজান, মোজাম্মেল,সোহান হোসাইন,লিটন প্রমুখ।