শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

‘২০২১ সাল পর্যন্ত বয়স্কদের ঘরে থাকতে হতে পারে’

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২০৮ বার

অনলাইন ডেস্কঃ  
করোনাভাইরাস থেকে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বয়স্কদের ২০২১ সাল শুরু হওয়ার আগ পর্যন্ত ঘরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন।
রোববার জার্মান দৈনিক বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি জানি, এটা কঠিন। এতদিন তাদের ঘরে রাখাটা বাড়াবাড়ি। কিন্তু এটা তাদের জীবন ও মৃত্যুর প্রশ্ন। আমরা নিয়ম মেনে সবাই মিলে ভালো থাকতে চাই। যাদের শারীরিক অবস্থা দুর্বল এবং বয়স্ক, তাদের তুলনায় যুবকরা অনেক আগেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে।
আমি মনে করে শিগগিরই ভ্যাকসিন চলে আসবে। তবে তার আগ পর্যন্ত বয়স্কদের থেকে একটু দূরে থাকা দরকার।
জার্মান এ রাজনীতিবিদ আরও বলেন, বয়স্ক ব্যক্তিদের তুলনায় শিশু ও তরুণেরা আগে চলাফেরার স্বাধীনতা পাবেন। তবে যারা বয়স্ক এবং অসুস্থ, তাদের আরও বেশি সময় আইসোলেশনে থাকতে হবে।
ভ্যাকসিন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আরসুলা বলেন, এ বছরের শেষে পরীক্ষাগারে একটি ভ্যাকসিন তৈরির কাজ করা হবে। মানুষ যাতে তাড়াতাড়ি ভ্যাকসিন পায়, এ জন্য উৎপাদকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ